দিঘাপাতিয়া রাজবাড়ি (উত্তরা গণভবন) | নাটোর

Uttra Ganababhon, Rajbari entrance from front, দিঘাপাতিয়া রাজবাড়ি (উত্তরা গণভবন) | নাটোর

বাংলাদেশের নাটোর জেলাধীন নাটোর সদর উপজেলায় দিঘাপাতিয়া রাজবাড়ি (উত্তরা গণভবন) অবস্থিত। দিঘাপাতিয়া রাজবাড়িটির অবস্থান নাটোর শহর থেকে প্রায় ২.৪ কিমি দূরে হোজা নদীর বাঁকে দক্ষিণ তীরে এবং দিঘাপতিয়া এম কে কলেজ সংলগ্ন উত্তর দিকে। নাটোর জেলার দিঘাপাতিয়া রাজবাড়িটির ভূ-স্থানাঙ্ক (অক্ষাংশ ও দ্রাঘিমাংশ) হল 24°26’27.2″N 89°00’36.5″E (24.440888, 89.010135)

দিঘাপাতিয়া রাজবাড়িটি ৪৩ একর ভূমির উপরে প্রতিষ্ঠিত। রাজবাড়িটির চারিদিকে পরিখা পরিবেষ্টিত রয়েছে। রাজবাড়ির পূর্বদিকে উঁচু খিলানযুক্ত প্রবেশপথ রয়েছে। রাজবাড়িতে ৩০মিটার দৈর্ঘ্যের সম্মূখভাগবিশিষ্ট ১টি একতলাবিশিষ্ট প্রাসাদ রয়েছে। দিঘাপাতিয়া রাজবাড়ির এ প্রাসাদটি ইংরেজি ‘E’ বর্ণের মত পরিকল্পনায় নির্মাণ করা হয়েছে। প্রাসাদের সম্মুখ দেয়ালে ফুলেল নকশা এবং ত্রিপত্র (trefoil) খিলানযুক্ত প্রবেশপথ রয়েছে। রাজবাড়ির ছাদের চারদিক পরিবেষ্টিত অলংকৃত মারলন (merlons) রয়েছে। সমতল ছাদবিশিষ্ট রাজবাড়ির কেন্দ্রীয় উঁচু হলের উপরে ১৯৬৭ সালে অর্ধবৃত্তাকার গম্বুজ নির্মাণ করা হয়।

দিঘাপাতিয়া রাজবাড়ির বর্তমান নাম হল ‘উত্তরা গণভবন’। উত্তরা গণভবন নাটোরের প্রাচীন কীর্তিগুলোর মধ্যে অন্যতম, যা দেশ-বিদেশের পর্যটক এবং দর্শনার্থীদের আকৃষ্ট করে। এটি ছিল মূলত দিঘাপাতিয়া মহারাজার প্রাসাদ। নাটোরের দিঘাপাতিয়া রাজবংশের প্রতিষ্ঠাতা হলেন রাজা দয়ারাম রায় (১৬৮০-১৭৬০ সাল)। রাজা দয়ারাম রায় কর্তৃক এ রাজবাড়িটি নির্মিত। ১৯৬৬ সালে দিঘাপাতিয়া রাজবাড়ি বা রাজপ্রাসাদটিকে পূর্ব পাকিস্তান সরকার নিয়ন্ত্রণে নেয়। পূর্ব পাকিস্তান সরকার দিঘাপাতিয়া রাজবাড়িটিতে ‘গভর্ণর হাউজ’ প্রতিষ্ঠা করেন। ১৯৭১ সালে ১৬ ডিসেম্বর বাংলাদেশ স্বাধীনতা লাভ করে। এর পরে ১৯৭২ সালের ৯ ফেব্রুয়ারি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দিঘাপতিয়া গভর্ণর হাউজকে উত্তরা গণভবন হিসেবে ঘোষণা করেন। ১৯৯০ সালের ৮ ফেব্রুয়ারি প্রকাশিত বাংলাদেশ গেজেট অনুযায়ী, নাটোরের এ দিঘাপাতিয়া রাজবাড়িটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংরক্ষিত পুরাকীর্তি হিসেবে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তালিকাভুক্ত এবং তত্ত্বাবধানে রয়েছে। [মো. শাহীন আলম]


তথ্যসূত্র: Ahmed, Nazimuddin, Buildings Of the British Raj in Bangladesh, 1986, University Press Limited : Dhaka, Page 102-105.

image source: উত্তরা গণভবন


নাটোর দিঘাপাতিয়া রাজবাড়ি


Follow Us on Our YouTube channel: GEONATCUL


Leave a Reply