নন্দী
November 28, 2024

নন্দী হলো হিন্দু দেবতা শিবের বাহন। নন্দী শিবের অন্যতম প্রধান অনুচর এবং মাঝে মাঝে ভাস্কর্যে তাকে ষাঁড়ের মাথাওয়ালা বামন প্রতিমা হিসেবে চিত্রিত করা হয়। নন্দীকে আবার নন্দিকেশ্বর বলা হয়। বেশিরভাগ শৈব মন্দিরে কুঁজযুক্ত একটি ষাঁড়ের প্রতিমা দেখা যায়। সাধারণত একটি উঁচু মঞ্চে হেলান দিয়ে মন্দিরের প্রবেশপথের দিকে মুখ করে থাকতে দেখা যায়। নন্দীর আলাদাভাবে কোনো পূজা প্রচলিত নেই।
তবে শিবরাত্রিতে শিবের পূজার সময় এর পূজা করা হয়। বর্তমানে অধিকাংশ শিবমন্দিরেই শিবমূর্তির ডান পাশে শিবের দিকে তাকিয়ে থাকা একটি ষাঁড়ের প্রতিমাকে নন্দী রূপে উপস্থাপন করা হয়। নন্দী সম্পর্কে বিখ্যাত গ্রন্থ রামায়ণে উল্লেখ পাওয়া যায়। [মো. শাহীন আলম]
Image: Nandi, Period: Circa 11th – 12th Century CE (?), Mainamati Museum, Department of Archaeology, Cumilla, Bangladesh.