নবগ্রহ
নবগ্রহ বলতে সূর্য, চন্দ্র, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রাহু ও কেতু নামক সৌরজগতের নক্ষত্র, গ্রহ ও উপগ্রহ সমতুল্য নয় জন দেবতাদেরকে বুঝায়। হিন্দু জ্যোতিষশাস্ত্রের পরিচিত নয়টি প্রতীক নিয়েই হলো নবগ্রহ। এ প্রতীকগুলো সৌরজগতের নক্ষত্র, গ্রহ ও উপগ্রহসমূহের সাথে তুলনীয়। যেমন: সূর্যদেব (সূর্য), চন্দ্রদেব (চন্দ্র), মঙ্গলদেব (মঙ্গল), বুধদেব (বুধ), বৃহস্পতি দেব (বৃহস্পতি), শুক্রদেব (শুক্র), এবং শনিদেব (শনি), রাহু ও কেতু। নবগ্রহকে আবার শিল্পভূমি প্যানেল বা নবগ্রহ প্যানেলও বলা হয়।
১। সূর্যদেব (সূর্য): নবগ্রহের মধ্যে প্রধান দেবতা। তার বাহন হলো সাতটি ঘোড়া দ্বারা চালিত রথ। তাঁর অস্ত্রগুলো হলো: শঙ্খ, চক্র, গদা ও পদ্ম। তার কয়েকটি নাম: সূর্যনারায়ণ, আদিত্য, রবি, ইত্যাদি।
২। চন্দ্রদেব (চন্দ্র): নবগ্রহের অন্যতম দেবতা। তিনি তাঁর সাতটি হরিণের শ্বেত রথে চড়ে রাতের আকাশে উদিত হন। তিনি মহাদেবের জটায় অর্ধচন্দ্র রূপে বিরাজ করেন।
৩। মঙ্গলদেব (মঙ্গল): নবগ্রহের অন্যতম দেবতা। মঙ্গল হলেন ভূমির পুত্র। তিনি যুদ্ধের দেবতা এবং তাকে পৃথিবী/ভূমি দেবীর পুত্র বলা হয়। তাঁর বাহন হলো মেষ।
৪। বুধদেব (বুধ): নবগ্রহের অন্যতম দেবতা। তাকে চন্দ্র এবং তারার (বৃহস্পতির পত্নী) পুত্র হিসেবে উল্লেখ করা হয়। তাঁর চার হাত এবং পত্নীর নাম হলো ইলা। বুধের বাহন হলো সিংহ।
৫। বৃহস্পতি দেব (বৃহস্পতি): দেবতাদের গুরু বৃহস্পতি অঙ্গীরা ঋষির পুত্র। তিনি মহাদেবের তপস্যা করেন। বৃহস্পতি চার হাত বিশিষ্ট। তার হাতে থাকতো দ-, পদ্ম ও জপমালা। তার বাহন হাতি। তার পত্নী তারা দেবী।
৬। শুক্রদেব (শুক্র): নির্মল, স্বচ্ছ, উজ্জ্বল, একজন প্রাচীন ঋষি ও দেবতা। যিনি বৈদিক পুরাণ অনুসারে অসুর ও দৈত্যদের গুরু। তিনি মহাদেবের তপস্যা করে মৃত সঞ্জীবনী বিদ্যা প্রাপ্ত হন। তাঁর বাহন হলো সাদা ঘোড়া।
৭। শনিদেব (শনি): নবগ্রহের অন্যতম দেবতা, এবং গ্রহরাজ বলা হয়ে থাকে। জ্যোতিষীদের মতে, শনির কুদৃষ্টি অশুভ ফল নিয়ে আসে। তিনি খারাপের জন্য খারাপ ও ভালোর জন্য ভালো ফল বয়ে আনেন। তার পত্নী ধামিনী। তিনি সূর্যদেব ও ছায়ার পুত্র। তিনি চার হাতবিশিষ্ট। তাঁর হাতে ধনুক, বাণ, ত্রিশুল ও গদা থাকে। তার বাহন হলো কাক বা শকুন।
৮। রাহু: হিন্দু জ্যোতিষ অনুসারে, একে নবগ্রহের মধ্যে একটি স্থান দেয়া হয়েছে। দিবাভাগে রাহুকাল নামক মুহূর্তকে (২৪ মিনিট) অশুভ বলে গণ্য করা হয়। এর আবাস পাতাললোকে। এর বাহন নীল বা কালো ঘোড়া।
৯। কেতু: বৈদিক জ্যোতিষশাস্ত্রে, একে নবগ্রহের মধ্যে একটি স্থান দেয়া হয়েছে। কেতুর আবাস অসুরলোকে এবং বাহন হলো চিল। [মো. শাহীন আলম]
Image: Navagraha, Bihar, India, 10th century CE, Schist – San Diego Museum of Art.
Image Source: wikimedia.org
নবগ্রহ কি?