নীরমহল: ভারতের সবচেয়ে বড় জল প্রাসাদ

নীরমহল ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরার একটি বিখ্যাত জল প্রাসাদ। ত্রিপুরা রাজ্যের অন্যতম রাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুর ১৯৩০ সালে এ প্রাসাদের নির্মাণ কাজ শুরু করেন। তিনি ১৯৩৮ সালে এ রাজকীয় প্রাসাদের নির্মাণ কাজ সম্পন্ন করেন।

হিন্দু ও মুসলিম স্থাপত্যশৈলীর সংমিশ্রণে নির্মিত এ প্রাসাদটি ভারতের সবচেয়ে বড় জল প্রাসাদ। জানা যায় যে, এ জল প্রাসাদটি পূর্ব ভারতের একমাত্র। ভারতের শুধু দুটি জল প্রাসাদ রয়েছে। অপর জল প্রাসাদটি ভারতের অন্যতম রাজ্য রাজস্থানে অবস্থিত বিখ্যাত ‘জলমহল’।
নীরমহল নামক এ জল প্রাসাদটির অবস্থান ত্রিপুরা রাজ্যের অন্যতম জেলা সিপাহীজলায়। ত্রিপুরার রাজধানী আগরতলা থেকে ৫৩ কিলোমিটার দক্ষিণ দিকে সোনামুড়া মহকুমার মেলাঘর নামক স্থানে রুদ্রসাগর হ্রদের মাঝখানে এ মহলটি অবস্থিত। এ মহলটিতে সড়কপথে বাস, মাইক্রোবাস, অটো, মোটরসাইকেল, প্রভৃতি পরিবহণযোগে সহজে গমন করা যায়। সর্বশেষে স্থলভাগ থেকে মহলটিতে পৌঁছাতে হলে নৌকা ও স্পিডবোট ব্যবহার করতে হয়। [মো. শাহীন আলম]
ভিডিও দেখতে নিচের লিংকে ক্লিক করুন:
Image Source:
1. tripadvisor.com
2. housing.com