পডজলীকরণ | Podzolization
August 2, 2022
বিভিন্ন উপায়ে মাটিতে জৈব পদার্থ সঞ্চিত হয়। সঞ্চিত প্রচুর জৈব পদার্থ পঁচে মাটিতে বিভিন্ন প্রকারের জৈব এসিড উৎপন্ন হয়। এসব জৈব এসিডের প্রভাবে মাটির উপরের স্তরের ক্ষুদ্র ক্ষুদ্র মাটি কণা, হিউমাস (humus), লোহা (iron) এবং এলুমিনিয়াম যৌগগুলো চুয়ীসরণ (percolation) প্রক্রিয়ায় মাটির নিচের স্তরে সঞ্চিত হয়। এর ফলে নিচের স্তরের মাটি কালচে ছাই বর্ণ ধারণ করে। মাটি গঠনের এ প্রক্রিয়াটিকে পডজলীকরণ বা পডজলীভবন বলে। আর পডজলীকরণের বা পডজলীভবনের মাধ্যমে পডজল মাটি গঠিত হয়। [সংকলিত]
পডজলীকরণ কি?
Follow Us on Our YouTube channel: GEONATCUL