চুয়ীসরণ | percolation
August 1, 2022
মাটির এক স্তর থেকে অপর স্তরে বিভিন্ন পদার্থ অনুস্রবণের মাধ্যমে চলে যাওয়াকে চুয়ীসরণ (percolation) বলে। সাধারণত মাটির উপরের স্তর থেকে নিচের স্তরের দিকে বিভিন্ন পদার্থের অনুস্রবণ হয়। তবে পৃথিবীর যে সব অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণের চেয়ে পানির বাষ্পীভবনের পরিমাণ বেশি থাকে, সে সব অঞ্চলে মাটির নিচের স্তর থেকে উপরের স্তরের দিকে চুয়ীসরণ হয়। মাটির যে স্তর থেকে বিভিন্ন পদার্থের অপচয় হয়, সে স্তরটিকে চূয়ীক্ষেপ (eluvial) বা পরিশ্রুত স্তর বলে। চুয়ানো পদার্থগুলো মাটির যে স্তরে জমা হয়, সে স্তরকে সঞ্চিত (Illuvial) স্তর বলে। সঞ্চিত হওয়ার প্রক্রিয়াকে মাটির গঠনে সঞ্চায়ন বলে। মাটির বিভিন্ন স্তরের মধ্য দিয়ে চলাচলকারী পানির পরিমাণ এবং পানি চলাচলের প্রকৃতির উপর মাটির গঠন এবং মাটির পার্শ্বচিত্রের (soil profile) স্তর বিন্যাস নির্ভর করে। [সংকলিত]