পরিমাপ পদ্ধতি: দৈর্ঘ্য পরিমাপের একক
আমরা জানি, আন্তর্জাতিকভাবে এবং সর্বজন স্বীকৃত দৈর্ঘ্য পরিমাপের একক হল মিটার। ১৮৭৫ সালে বিশ্বের বিভিন্ন দেশের বিজ্ঞানীগণ এক সভায় মিলিত হয়ে দৈর্ঘের ১ মিটারের জন্য নির্দিষ্ট পরিমাণ নির্ধারণ কনে। সভায় উপস্থিত বিজ্ঞানীগণ প্লাটিনাম-ইরিডিয়াম (platinum-iridium) মিশ্রিত ধাতু দিয়ে তৈরি ১টি দণ্ডের দুই প্রান্তে ২টি দাগ দেন। শূন্য ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রায় ধাতুটির ঐ ২টি দাগের মধ্যবর্তী দূরত্বকে ১ মিটার হিসেবে নির্ধারণ করেন। এরপর থেকে মিটারকে দৈর্ঘ্য পরিমাপের মূল একক ধরে কম দূরত্ব পরিমাপের জন্য ক্ষুদ্রতর একক; যেমন – সেন্টিমিটার, মিলিমিটার প্রভৃতি এবং বেশি দূরত্ব পরিমাপের জন্য বৃহৎ একক; যেমন – ডেকামিটার, কিলোমিটার প্রভৃতি ব্যবহার করা হয়। দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় দৈর্ঘ্য পরিমাপের এককসমূহ নিচে তুলে ধরা হল।
দৈর্ঘ্য পরিমাপের মেট্রিক এককাবলি
১০ মিলিমিটার (মি.মি.) = ১ সেন্টিমিটার (সে.মি.)
১০ সেন্টিমিটার (সে.মি.) = ১ ডেসিমিটার (ডে.মি.)
১০ ডেসিমিটার (ডে.মি.) = ১ মিটার (মি.)
১০ মিটার (মি.) = ১ ডেকামিটার (ডেকামি.)
১০ ডেকামিটার (ডেকামি.) = ১ হেক্টোমিটার (হে.মি.)
১০ হেক্টোমিটার (হে.মি.) = ১ কিলোমিটার (কি.মি.)
১০০ সেন্টিমিটার (সে.মি.) = ১ মিটার (মি.)
১০০০ মিটার (মি.) = ১ কিলোমিটার (কি.মি.)
দৈর্ঘ্য পরিমাপের একক : মিটার
দৈর্ঘ্য পরিমাপের ব্রিটিশ এককাবলি
১২ ইঞ্চি = ১ ফুট (ফু.)
৩ ফুট = ১ গজ (গ.)
১৭৬০ গজ = মাইল (মা.)
দৈর্ঘ্য পরিমাপে মেট্রিক ও ব্রিটিশ এককাবলির তুলনামূলক সম্পর্ক
১ মিটার (মি.) = ৩৯.৩৭ ইঞ্চি (প্রায়)
১ কিলোমিটার (কি.মি.) = ০.৬২ মাইল (প্রায়)
১ ইঞ্চি = ২.৫৪ সেন্টিমিটার (সে.মি.) (প্রায়)
১ গজ = ০.৯১৪৪ মিটার (মি.) (প্রায়)
১ মাইল = ১.৬ কিলোমিটার (কি.মি.) (প্রায়) [সংকলিত]
Method of Measurement: Length Unit