পৃথিবীর বায়ুমণ্ডলের উপাদান
বায়ুমণ্ডলের নিচের অংশ সমমন্ডল (homosphere) এবং উপরের অংশ বিষমমন্ডল (heterosphere) নামে পরিচিত। সমমন্ডল ভূ-পৃষ্ঠ থেকে উপরের দিকে প্রায় ৮০ কিলোমিটার পর্যন্ত বিরাজ করছে। সমমন্ডলে বায়ুর বিভিন্ন গ্যাসের অনুপাত প্রায় একই রকম। ট্রপোমন্ডল (troposphere), ট্রপোবিরতি (tropopause), স্ট্রাটোমন্ডল (stratosphere), স্ট্রাটোবিরতি (stratopause), মেসোমণ্ডল (mesosphere) ও মেসোবিরতি (mesopause) নামক উত্তাপ স্তরসমূহ সমমন্ডলের অন্তর্গত। এ সমমন্ডল বিভিন্ন গ্যাসের সমন্বয়ে গঠিত এবং শুষ্ক ও বিশুদ্ধ বাতাস, জলীয় বাষ্প এবং ধুলিকণা প্রভৃতি মিশ্রিত অবস্থায় থাকে। পৃথিবী পৃষ্ঠের কাছাকাছি যে কোন স্থানের বায়ু বিশ্লেষণ করলে নিচে উল্লেখিত গ্যাসীয় উপাদানগুলো পাওয়া যায়।
সারণি: বায়ুমণ্ডলের বিভিন্ন গ্যাসীয় উপাদান এবং এদের পরিমাণ।
বায়ুর উপাদান | পরিমাণ (ppmv) | শতকরা (%) |
নাইট্রোজেন (N2) | ৭৮০,৮৪০ | ৭৮.০৯ |
অক্সিজেন (O2) | ২০৯,৪৬০ | ২০.৯ |
আর্গন (Ar) | ৯,৩৪০ | ০.৯৩ |
কার্বন ডাইঅক্সাইড (CO2) | ৩৯৭ | ০.০৩ |
নিয়ন(Ne) | ১৮.১৮ | ০.০০১৮ |
হিলিয়াম (He) | ৫.২৪ | ০.০০০৫ |
মিথেন (CH4) | ১.৭৯ | ০.০০০১৮ |
ক্রিপ্টন (Kr) | ১.১৪ | ০.০০০১১৪ |
জেনন (Xe) | ০.০৯ | ০.০০০০০৯ |
হাইড্রোজেন (H2) | ০.৫৫ | ০.০০০০৫৫ |
নাইট্রাস অক্সাইড (N2O) | ০.৩২৫ | ০.০০০০৩২৫ |
কার্বন মনোক্সাইড (CO) | ০.১ | ০.০০০০১ |
ওজোন (O3) | ০.০৭ | ৭×১০−৬ |
নাইট্রোজেন ডাইঅক্সাইড (NO2) | ০.০২ | ০.০০০০০২ |
আয়োডিন (I2) | ০.০১ | ০.০০০০০১ |
অন্যান্য | – | ০.০৫ |

[সংকলিত] [মো. শাহীন আলম]
Follow Us in Our Youtube Channel: GEONATCUL