পৃথিবীর বায়ুমণ্ডলের উপাদান

বায়ুমণ্ডলের নিচের অংশ সমমন্ডল (homosphere) এবং উপরের অংশ বিষমমন্ডল (heterosphere) নামে পরিচিত। সমমন্ডল ভূ-পৃষ্ঠ থেকে উপরের দিকে প্রায় ৮০ কিলোমিটার পর্যন্ত বিরাজ করছে। সমমন্ডলে বায়ুর বিভিন্ন গ্যাসের অনুপাত প্রায় একই রকম। ট্রপোমন্ডল (troposphere), ট্রপোবিরতি (tropopause), স্ট্রাটোমন্ডল (stratosphere), স্ট্রাটোবিরতি (stratopause), মেসোমণ্ডল (mesosphere) ও মেসোবিরতি (mesopause) নামক উত্তাপ স্তরসমূহ সমমন্ডলের অন্তর্গত। এ সমমন্ডল বিভিন্ন গ্যাসের সমন্বয়ে গঠিত এবং শুষ্ক ও বিশুদ্ধ বাতাস, জলীয় বাষ্প এবং ধুলিকণা প্রভৃতি মিশ্রিত অবস্থায় থাকে। পৃথিবী পৃষ্ঠের কাছাকাছি যে কোন স্থানের বায়ু বিশ্লেষণ করলে নিচে উল্লেখিত গ্যাসীয় উপাদানগুলো পাওয়া যায়।

সারণি: বায়ুমণ্ডলের বিভিন্ন গ্যাসীয় উপাদান এবং এদের পরিমাণ।

বায়ুর উপাদান পরিমাণ (ppmv) শতকরা (%)
নাইট্রোজেন (N2) ৭৮০,৮৪০ ৭৮.০৯
অক্সিজেন (O2) ২০৯,৪৬০ ২০.৯
আর্গন (Ar) ৯,৩৪০ ০.৯৩
কার্বন ডাইঅক্সাইড (CO2) ৩৯৭ ০.০৩
নিয়ন(Ne) ১৮.১৮ ০.০০১৮
হিলিয়াম (He) ৫.২৪ ০.০০০৫
মিথেন (CH4) ১.৭৯ ০.০০০১৮
ক্রিপ্টন (Kr) ১.১৪ ০.০০০১১৪
জেনন (Xe) ০.০৯ ০.০০০০০৯
হাইড্রোজেন (H2) ০.৫৫ ০.০০০০৫৫
নাইট্রাস অক্সাইড (N2O) ০.৩২৫ ০.০০০০৩২৫
কার্বন মনোক্সাইড (CO) ০.১ ০.০০০০১
ওজোন (O3) ০.০৭ ৭×১০
নাইট্রোজেন ডাইঅক্সাইড (NO2) ০.০২ ০.০০০০০২
আয়োডিন (I2) ০.০১ ০.০০০০০১
অন্যান্য ০.০৫
বায়ুমণ্ডলের বিভিন্ন গ্যাসীয় উপাদান এবং এদের পরিমাণ।
বায়ুমণ্ডলের বিভিন্ন গ্যাসীয় উপাদানের পরিমাণ।

[সংকলিত] [মো. শাহীন আলম]


Follow Us in Our Youtube Channel: GEONATCUL


Leave a Reply