প্রমাণ ভাষা বলতে কি বুঝায়?

কোন দেশে বা ভাষা অঞ্চলে শিক্ষা, সংবাদপত্র এবং সরকারী কাজে ভাষার যে রূপ বা সংস্কারটি ব্যবহার করা হয়, তাকে সে ভাষার প্রমাণ ভাষা [Standard Language] বলে। সাধারণত অফিস-আদালতে, শিক্ষিত সম্প্রদায়ের মধ্যে এবং রাজধানীতে প্রমাণ ভাষার প্রচলন বেশি দেখা যায়। অর্থাৎ একই ভাষাভুক্ত জনগোষ্ঠীর মধ্যে ভাষা উচ্চারণের যথেষ্ট পার্থক্য দেখা যায়। আর এ জন্য প্রতিটি ভাষার একটি আদর্শ রূপের প্রয়োজন হয়। ভাষার এ আদর্শ রূপটিই হল প্রমাণ ভাষা। প্রমাণ ভাষাকে আবার আদর্শ ভাষাও বলা হয়। যেমন – বাংলাদেশের প্রমাণ ভাষা বা আদর্শ ভাষা হলো বাংলা। [মো: শাহীন আলম]


সহায়িকা: বাকী, আবদুল, ২০১৩, ভুবনকোষ, ঢাকা: সুজনেষু প্রকাশনী, পৃষ্ঠা -১৮১।


প্রমাণ ভাষা কি?


Follow Us on Our YouTube channel: GEONATCUL


Leave a Reply