প্রমাণ ভাষা বলতে কি বুঝায়?
August 20, 2019
কোন দেশে বা ভাষা অঞ্চলে শিক্ষা, সংবাদপত্র এবং সরকারী কাজে ভাষার যে রূপ বা সংস্কারটি ব্যবহার করা হয়, তাকে সে ভাষার প্রমাণ ভাষা [Standard Language] বলে। সাধারণত অফিস-আদালতে, শিক্ষিত সম্প্রদায়ের মধ্যে এবং রাজধানীতে প্রমাণ ভাষার প্রচলন বেশি দেখা যায়। অর্থাৎ একই ভাষাভুক্ত জনগোষ্ঠীর মধ্যে ভাষা উচ্চারণের যথেষ্ট পার্থক্য দেখা যায়। আর এ জন্য প্রতিটি ভাষার একটি আদর্শ রূপের প্রয়োজন হয়। ভাষার এ আদর্শ রূপটিই হল প্রমাণ ভাষা। প্রমাণ ভাষাকে আবার আদর্শ ভাষাও বলা হয়। যেমন – বাংলাদেশের প্রমাণ ভাষা বা আদর্শ ভাষা হলো বাংলা। [মো: শাহীন আলম]
সহায়িকা: বাকী, আবদুল, ২০১৩, ভুবনকোষ, ঢাকা: সুজনেষু প্রকাশনী, পৃষ্ঠা -১৮১।
প্রমাণ ভাষা কি?
Follow Us on Our YouTube channel: GEONATCUL