প্রাকৃতিক রাবার | Natural Rubber

a collage of trees and a man in a rubber plantation, প্রাকৃতিক রাবার, প্রাকৃতিক রাবার হল, প্রাকৃতিক রাবার কি, প্রাকৃতিক রাবারের উদাহরণ, প্রাকৃতিক রাবার গ্লাভস, প্রাকৃতিক রাবার নিচের কোনটির পলিমার, প্রাকৃতিক রাবার কোনটি, প্রাকৃতিক রাবারের বৈশিষ্ট্য, প্রাকৃতিক রাবারের মনোমার, প্রাকৃতিক রাবারের মনোমার কোনটি,

প্রাকৃতিক রাবার কি?

যানবাহনের টায়ার, পায়ের জুতা, খেলার বল, পানির বোতল, প্রভৃতি নানন জিনিসপত্র তৈরির কাজে রাবার শিল্পের খুবই অপরিহার্য উপাদান হলো প্রাকৃতিক রাবার। হেভিয়া ব্রাসিলিনেসিস (hevea brasiliensis) নামক গাছ থেকে এই প্রাকৃতিক রাবার উৎপাদন করা হয়। অত্যন্ত প্রসারণক্ষম, স্থিতিস্থাপক ও জলনিরোধী বলে রাবারকে বহু ক্ষেত্রে ব্যবহার করা যায়।

বাংলাদেশের কোথায় রাবার উৎপন্ন হয়?

১৯৬১ সালে সরকারি পৃষ্ঠপোষকতায় বাণিজ্যিকভাবে বাংলাদেশের সিলেট ও পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে রাবার চাষ শুরু হয়। ক্রমাগত এর চাহিদা বাড়তে থাকলে বন বিভাগ ১২১৪ হেক্টর জমি অধিগ্রহণ করে রাবার চাষের জন্য বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশনের কাছে হস্তান্তর করে বলে জানা যায়।

বাংলাদেশের বৃহত্তম রাবার বাগান কোথায়?

দাঁতমারা রাবার বাগানের জন্য বাংলাদেশের চট্টগ্রাম জেলার ফটিকছড়ি নামক উপজেলাটির বেশ খ্যাতি রয়েছে। এটি এশিয়ার সর্ববৃহৎ রাবার বাগান হিসেবে স্বীকৃত। দাঁতমারা রাবার বাগান ছাড়াও ফেনী থেকে সড়কপথে খাগড়াছড়ি যাওয়ার পথে বড় বড় চা বাগানের পাশাপাশি বিশাল বিশাল রাবার বাগান দেখা যায়।

কোন গাছ থেকে প্রাকৃতিক রাবার তৈরি হয়?

আমরা অনেকেই জানি যে, হেভিয়া ব্রাসিলিনেসিস (hevea brasiliensis) দক্ষিণ আমেরিকার আমাজনের একটি বিখ্যাত গাছ। এটি অর্থনৈতিকভাবে খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই গাছ থেকে সংগৃহীত তরল ল্যাটেক্স প্রাকৃতিক রাবারের প্রাথমিক উৎস। রাবার চাষের নীতি অনুযায়ী, প্রতি হেক্টরে প্রায় ৫৫০টি রাবার গাছ লাগানো হয়। একটি রাবার গাছ থেকে তার জীবদ্দশায় ৬০ থেকে ১৫০ কেজি রাবার উৎপাদন করা যায়।

প্রাকৃতিক রাবার কোথায় এবং কিভাবে তৈরি হয়?

প্রাথমিকভাবে দক্ষিণ-পূর্ব এশিয়া, পশ্চিম আফ্রিকা এবং দক্ষিণ আমেরিকার দেশগুলো প্রাকৃতিক রাবারের মূল উৎস বলে জানা যায়। মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া সর্বাধিক পরিমাণে প্রাকৃতিক রাবার উৎপাদনকারী দেশ। বিশেষ প্রক্রিয়ায় রাবার গাছের বাকল কেটে রাবারের সাদা নির্যাস বা রস সংগ্রহ করা হয়। পরবর্তীতে এই রসকে পরিশোধিত করে বাণিজ্যিক প্রক্রিয়াকরণের জন্য রাবার প্রস্তুত করা হয়। [মো: শাহীন আলম]



Follow Us on Our YouTube channel: GEONATCUL


Leave a Reply