বাংলার প্রথম স্বাধীন সুলতানের স্মৃতি (?): ফেনীর শর্শাদী শাহী মসজিদ

a brick building Mosque with a domed roof, শর্শাদী শাহী মসজিদ,শর্শাদী মসজিদের, শর্শাদী মসজিদ ছবি, মসজিদের ছবি ডাউনলোড, মসজিদ, মসজিদের পিক, মসজিদে নববী, মসজিদের ছবি, মসজিদের, মসজিদের আদব, মসজিদে কুবা, মসজিদের পিকচার, মসজিদের ছবি, মসজিদের মিনার, মসজিদ মিনার ছবি, মসজিদ লোগো, সুলতানী মসজিদের, সুলতানী মসজিদ ছবি, সুলতানী মসজিদ থেকে, সুলতানী মসজিদ লোগো, সুলতানী মসজিদ ডিজাইন, সুলতানী মসজিদ মিনার, সুলতানী মসজিদে, প্রাচীন মসজিদ, প্রাচীন মসজিদ বাংলাদেশ, চট্টগ্রামের প্রাচীন মসজিদ, বাংলাদেশের প্রাচীন মসজিদ, বাংলাদেশের প্রাচীন মসজিদ কোনটি, পৃথিবীর সর্ব প্রাচীন মসজিদ কোনটি বাংলাদেশের সবচেয়ে প্রাচীন মসজিদ, প্রাচীন মসজিদের, প্রাচীন মসজিদ কমিটি, প্রাচীন মসজিদ ভিত্তিক, প্রাচীন মসজিদ লোগো, প্রাচীন মসজিদ ডিজাইন, প্রাচীন মসজিদ ছবি, প্রাচীন মসজিদ থেকে, প্রাচীন মসজিদ হতে, প্রাচীন মসজিদ আকার, ফেনী, ফেনী জেলা, ফেনীর পূর্ব নাম কি, ফেনী জেলার মানচিত্র, ফেনী কিসের জন্য বিখ্যাত, ফেনীর দর্শনীয় স্থান, ফেনীর দর্শনীয় স্থান সমূহ, ফেনীর আশেপাশে দর্শনীয় স্থান, ফেনীর দর্শনীয় স্থানান্তর, ফেনীর দর্শনীয় স্থানাঙ্ক, ফেনীর দর্শনীয় স্থানিয়, ফেনীর দর্শনীয় স্থানান্তরিত, ফেনীর দর্শনীয় স্থানীয়, পর্যটন স্থান, পর্যটন স্থান চট্টগ্রাম, বাংলাদেশের পর্যটন স্থান, বাংলাদেশ পর্যটন স্থান, পর্যটন, পর্যটন শিল্প রচনা, পর্যটন কি, পৰ্যটনৰ সংজ্ঞা, পর্যটন দিবস, পৰ্যটন, পৰ্যটনৰ প্ৰকাৰ, পৰ্যটনৰ গুৰুত্ব কি, পৰ্যটনৰ সমস্যা, বাংলাদেশ, বাংলাদেশ প্রতিদিন, shahi mosque, shahi mosque eidgah, shahi mosque eidgah reviews, bangladesh tourist places, bangladesh tourist places pictures, bangladesh tourist place map, bangladesh tourism places, bangladesh tour place, bangla tourist places, bangladesh tour places list, bangladesh best tourist place, bangladesh tourist place name list, bangladesh tourism places, bangladesh all tourist place, bangladesh tourist places, feni tourist place, feni tour place, feni tourist spot in bangladesh, feni tourism, বাংলার স্বাধীন সুলতান কে ছিলেন, বাংলার স্বাধীন সুলতানি আমল, বাংলার স্বাধীন সুলতানি শাসন, বাংলার স্বাধীন সুলতান কে, বাংলার স্বাধীন সুলতান, বাংলার প্রথম স্বাধীন সুলতান কে ছিলেন, বাংলার ১ম স্বাধীন সুলতান কে,
শর্শাদী শাহী মসজিদ

ঐতিহাসিক স্থাপত্য নিদর্শন শর্শাদী শাহী মসজিদ, বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় জেলা ফেনীর সদর উপজেলায় শর্শাদী নামক গ্রামে অবস্থিত। ডাকাতিয়া নদীর সন্নিকটে পূর্ব অববাহিকায় অবস্থিত প্রাচীন এই মসজিদ স্থানীয়ভাবে তাকিয়াহ মসজিদ নামে সুপরিচিত। অনেকেই এই মসজিদটিকে ফখরুদ্দীন মুবারক শাহ মসজিদ বা মুবারক শাহ মসজিদ নামেও চিনে থাকেন।

শর্শাদী শাহী মসজিদ মধ্যযুগীয় সুলতানী মসজিদ স্থাপত্য রীতিতে নির্মাণ করা হয়। মসজিদের ছাদে ৬টি গম্বুজ রয়েছে। এটি আয়তাকার পরিকল্পনায় নির্মাণ করা হয়েছে। মসজিদের পরিমাপ উত্তর-দক্ষিণে প্রায় ১০ মিটার ও পূর্ব-পশ্চিমে প্রায় ৮ মিটার। মসজিদ স্থাপত্যের প্রাচীন এ নিদর্শনের দেয়ালগুলো প্রায় ২ মিটার চওড়া। এটি নির্মাণে চুন, সুরকি আর পাতলা ইট ব্যবহার করা হয়েছে।

আস্তরবিহীন মসজিদটির দেয়াল জুড়ে লতা-পাতা ও ফুলের নানা অলংকরণ রয়েছে। মসজিদ অভ্যন্তরে পাথরের ২টি স্তম্ভ রয়েছে। এই স্তম্ভদ্বয়ের উপরে ভর করে ৬টি গম্বুজসহ মসজিদের ছাদটি অবস্থান করছে। মসজিদের অভ্যন্তরে পশ্চিম দেয়ালের মাঝখানে ১টি মিহরাব রয়েছে। কেন্দ্রীয় এই মিহরাব জুড়ে পোড়ামাটির বিভিন্ন অলংকরণ দেখা যায়।

Inner View of a brick building Mosque, শর্শাদী শাহী মসজিদ,শর্শাদী মসজিদের, শর্শাদী মসজিদ ছবি, মসজিদের ছবি ডাউনলোড, মসজিদ, মসজিদের পিক, মসজিদে নববী, মসজিদের ছবি, মসজিদের, মসজিদের আদব, মসজিদে কুবা, মসজিদের পিকচার, মসজিদের ছবি, মসজিদের মিনার, মসজিদ মিনার ছবি, মসজিদ লোগো, সুলতানী মসজিদের, সুলতানী মসজিদ ছবি, সুলতানী মসজিদ থেকে, সুলতানী মসজিদ লোগো, সুলতানী মসজিদ ডিজাইন, সুলতানী মসজিদ মিনার, সুলতানী মসজিদে, প্রাচীন মসজিদ, প্রাচীন মসজিদ বাংলাদেশ, চট্টগ্রামের প্রাচীন মসজিদ, বাংলাদেশের প্রাচীন মসজিদ, বাংলাদেশের প্রাচীন মসজিদ কোনটি, পৃথিবীর সর্ব প্রাচীন মসজিদ কোনটি বাংলাদেশের সবচেয়ে প্রাচীন মসজিদ, প্রাচীন মসজিদের, প্রাচীন মসজিদ কমিটি, প্রাচীন মসজিদ ভিত্তিক, প্রাচীন মসজিদ লোগো, প্রাচীন মসজিদ ডিজাইন, প্রাচীন মসজিদ ছবি, প্রাচীন মসজিদ থেকে, প্রাচীন মসজিদ হতে, প্রাচীন মসজিদ আকার, ফেনী, ফেনী জেলা, ফেনীর পূর্ব নাম কি, ফেনী জেলার মানচিত্র, ফেনী কিসের জন্য বিখ্যাত, ফেনীর দর্শনীয় স্থান, ফেনীর দর্শনীয় স্থান সমূহ, ফেনীর আশেপাশে দর্শনীয় স্থান, ফেনীর দর্শনীয় স্থানান্তর, ফেনীর দর্শনীয় স্থানাঙ্ক, ফেনীর দর্শনীয় স্থানিয়, ফেনীর দর্শনীয় স্থানান্তরিত, ফেনীর দর্শনীয় স্থানীয়, পর্যটন স্থান, পর্যটন স্থান চট্টগ্রাম, বাংলাদেশের পর্যটন স্থান, বাংলাদেশ পর্যটন স্থান, পর্যটন, পর্যটন শিল্প রচনা, পর্যটন কি, পৰ্যটনৰ সংজ্ঞা, পর্যটন দিবস, পৰ্যটন, পৰ্যটনৰ প্ৰকাৰ, পৰ্যটনৰ গুৰুত্ব কি, পৰ্যটনৰ সমস্যা, বাংলাদেশ, বাংলাদেশ প্রতিদিন, shahi mosque, shahi mosque eidgah, shahi mosque eidgah reviews, bangladesh tourist places, bangladesh tourist places pictures, bangladesh tourist place map, bangladesh tourism places, bangladesh tour place, bangla tourist places, bangladesh tour places list, bangladesh best tourist place, bangladesh tourist place name list, bangladesh tourism places, bangladesh all tourist place, bangladesh tourist places, feni tourist place, feni tour place, feni tourist spot in bangladesh, feni tourism, বাংলার স্বাধীন সুলতান কে ছিলেন, বাংলার স্বাধীন সুলতানি আমল, বাংলার স্বাধীন সুলতানি শাসন, বাংলার স্বাধীন সুলতান কে, বাংলার স্বাধীন সুলতান, বাংলার প্রথম স্বাধীন সুলতান কে ছিলেন, বাংলার ১ম স্বাধীন সুলতান কে,
শর্শাদী শাহী মসজিদের অভ্যন্তরভাগ

এছাড়া, কেন্দ্রীয় মিহরাবটির উভয় দিকে ১টি করে বদ্ধ মিহরাব রয়েছে। এই মিহরাব দু’টিতেও পোড়ামাটির অলংকরণ রয়েছে। মসজিদের সামনের দেয়ালে কৌনিক খিলানযুক্ত তিনটি প্রবেশপথ দেখা যায়। মধ্যবর্তী প্রবেশপথটি তুলনামূলক একটু বড়। মসজিদটির চার কোণে কোনো বুরুজ বা মিনার দেখা যায় না।

এরূপ সুলতানী স্থাপত্য রীতির ছয় গম্বুজবিশিষ্ট মসজিদ বাগেরহাট, মুন্সিগঞ্জ ও চাঁপাইনবাবগঞ্জ জেলাসহ বাংলাদেশের দক্ষিণ, পশ্চিম ও উত্তর-পশ্চিমাঞ্চলের জেলায় দেখা যায়, যা সংখ্যায় খুবই কম। তবে দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় জেলাগুলোতে এই ধরনের স্থাপত্য রীতির মসজিদ আর দ্বিতীয়টি দেখা যায় না।

বিশ্বায়নের এই যুগে আধুনিক উন্নয়নমূলক কাজের প্রভাবে বিভিন্ন ঐতিহ্যবাহী স্থান ও নিদর্শন আজ ধ্বংস হওয়ার ঝুঁকির মুখে রয়েছে। ইসলামের ইতিহাসের অন্যতম স্মারক, ফেনী জেলার শর্শাদী শাহী মসজিদটির ভবিষ্যৎ সুরক্ষায় স্থানীয় ও জাতীয় পর্যায়ে বিশেষ পরিকল্পনা থাকা প্রয়োজন।  

মসজিদটির উত্তর-পূ্র্ব কোণে প্রায় ৫০০ মিটার দীর্ঘ পাড়বিশিষ্ট একটি বর্গাকার দিঘী রয়েছে। যা স্থানীয়ভাবে শর্শাদী দিঘী নামে সুপরিচিত। অনেকের কাছে এটি তাকিয়া দিঘী নামেও খ্যাত। প্রাচীন এই দিঘীটি শর্শাদী মসজিদের সমসাময়িক ঐতিহাসিক নিদর্শন বলে জানা যায়।

মাঝখানে একাধিক বাঁধ দেয়ার ফলে বর্তমানে দিঘীটি বিলীন হওয়ার পথে। সরকারি পৃষ্ঠপোষকতায় শর্শাদী মসজিদ ও দিঘীটিকে নিয়ে ফেনী জেলায় বিশাল একটি প্রত্ন-পর্যটন স্থান গড়ে তোলা সম্ভব হতে পারে।

বিভিন্ন তথ্যসূত্র থেকে জানা যায় যে, ১৪ শতাব্দীতে ফখরুদ্দীন মুবারক শাহ (শাসনকাল: ১৩৩৮ – ১৩৪৯ অব্দ) দিল্লীর নিয়ন্ত্রণ মুক্ত বাংলার প্রথম স্বাধীন সুলতান। ঐতিহাসিক নগর সোনারগাঁয় (বর্তমান নারায়ণগঞ্জ জেলায়) ছিল তাঁর মূল রাজধানী।

আরও জানা যায়, সুলতান মুবারক শাহ বর্তমান বাংলাদেশের পূর্ব ও দক্ষিণপূর্বাঞ্চল জয় লাভ করে ফেনীর শর্শাদী নামক স্থানে তাঁর দ্বিতীয় রাজধানী স্থাপন করেন। তখন তিনি এই অঞ্চলে বেশ কিছু নির্মাণ কাজ হাতে নিয়েছিলেন। তার মধ্যে সড়ক-মহাসড়ক, বাঁধ, মসজিদ, সমাধি, দিঘী, প্রভৃতি উল্লেখযোগ্য। আর ফেনী জেলার শর্শাদীর ছয়গম্বুজবিশিষ্ট মসজিদটি সুলতান ফখরুদ্দীন মুবারক শাহ-এঁর নির্মিত স্মৃতি নিদর্শন বলে জানা যায়।

আবার, কোনো কোনো গবেষক তাদের গবেষণামূলক প্রবন্ধে উল্লেখ করেন যে, শর্শাদীর ছয়গম্বুজ মসজিদটি শের শাহী আমলে নির্মিত। তাদের এ ধারণার পক্ষে ব্যাখ্যা হিসেবে উল্লেখ করেন, ‘শেরশাহবাদী’ শব্দটি অপভ্রংশ হয়ে ‘শেরশাদী’, এবং শেষে ‘শর্শদি’ বা ‘শর্শাদী’ শব্দের রূপটি উৎপন্ন হয়। শেরশাহবাদীরা ১৬ শতাব্দীর প্রথম দিকে সুলতান শেরশাহের সময়ে (শাসনকাল: ১৫৩৮ – ১৫৪৫ অব্দ) বাংলাদেশ নামক এই ভূ-খণ্ডের দক্ষিণ-পূর্বাঞ্চলে আগমন করেন।

১৯৯৫ সাল থেকে শর্শাদী শাহী মসজিদ জাতীয় ঐতিহ্য হিসেবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশে সরকারের সংরক্ষিত পুরাকীর্তির তালিকায় অন্তর্ভূক্ত রয়েছে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধীন প্রত্নতত্ত্ব অধিদপ্তর এই মসজিদের তত্ত্বাবধান ও সংরক্ষণ-সংস্কার কাজের মূল দায়িত্ব পালন করে থাকে।

শর্শাদী শাহী মসজিদটি দেখতে কিভাবে যাবেন?

শর্শাদী শাহী মসজিদটি কুমিল্লা-চট্টগ্রাম মহাসড়কের পাশে মোহাম্মদ আলী বাজার হতে পশ্চিম দিকে ২.৫ কিলোমিটার দূরে শর্শাদী গ্রামের তাকিয়া দিঘীর দক্ষিণ-পশ্চিম পাড়ে অবস্থিত। মোহাম্মদ আলী বাজারটি কুমিল্লা শহর থেকে প্রায় ৪৫ কিলোমিটার এবং ফেনী জেলা শহরের মহীপাল নামক স্থান থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে অবস্থিত। সড়কপথে বাস, মিনিবাস, মাইক্রোবাস, প্রাইভেটকার, মোটরসাইকেল, প্রভৃতি গাড়িযোগে খুব সহজে ঐতিহাসিক এই মসজিদে গমন করা যায়। [মো: শাহীন আলম]


তথ্যসূত্র:
১। শর্শাদী শাহী মসজিদ, wikipedia.org;
২। শর্শদি মসজিদ, ফেনি (১৬শ শতাব্দী), আলোকিত বাংলাদেশ;
৩। ফখরুদ্দীন মুবারক শাহ, বাংলাপিডিয়া



Leave a Reply