বায়ুপ্রাচীর ও বায়ুপ্রাচীরের প্রকারভেদ

বায়ুপ্রাচীর (air front or weather front) বলতে দুটি বায়ু পুঞ্জের (air mass) মধ্যবর্তী একটি সীমানাকে বুঝায়। বায়ুপ্রাচীর হলো একটি ত্রিমাত্রিক সীমানা অঞ্চল; যা সাধারণত ভিন্ন ভিন্ন প্রাকৃতিক বৈশিষ্ট্যসহ (যেমন: তাপমাত্রা, আর্দ্রতা, ঘনত্ব, প্রভৃতি) দুটি এক-কেন্দ্রাভিমুখী বায়ু পুঞ্জের মধ্যে সংগঠিত হয়। এক-কেন্দ্রাভিমুখী বায়ুমণ্ডলীয় সঞ্চালনের প্রভাবে, অপেক্ষাকৃত কম প্রসারণ এবং কম তাপ পরিবাহিতার কারণে দুটি বায়ু পুঞ্জ সহজেই একত্রিত না হওয়ায় বায়ুপ্রাচীরের সৃষ্টি হয়। বায়ুপ্রাচীর মূলত মধ্য অক্ষাংশের (নাতিশীতোষ্ণ অঞ্চল – ৩০° – ৬৫° উত্তর এবং দক্ষিণ) আবহাওয়ার সাধারণ বৈশিষ্ট্য। এ বায়ুপ্রাচীরগুলো ক্রান্তীয় এবং মেরু অঞ্চলে অস্বাভাবিক। বায়ুমণ্ডলে সাধারণত চারটি ভিন্ন ভিন্ন বায়ুপ্রাচীর পরিলক্ষিত হয়েছে। এগুলো হলো- (১) ঠান্ডা বায়ুপ্রাচীর (cold front), (২) উষ্ণ বায়ুপ্রাচীর (warm front), (৩) স্থির বায়ুপ্রাচীর (stationary front) এবং (৪) আবদ্ধ বায়ুপ্রাচীর (occluded front)।

(১) ঠান্ডা বায়ুপ্রাচীর (cold front): এ ধরনের ঠান্ডা বায়ুপ্রাচীর সংগঠিত হয় যখন ঠান্ডা বায়ু পুঞ্জ উষ্ণ বায়ু পুঞ্জকে প্রতিস্থাপন করে অগ্রসর হয় বা উষ্ণ বায়ু পুঞ্জ পিছিয়ে যায় এবং ঠান্ডা বায়ু পুঞ্জ অগ্রসর হয়। এরূপ অবস্থায় এ দুটি বায়ু পুঞ্জের মধ্যে ট্রানজিশন জোন (ransition zone) হলো ঠান্ডা বায়ুপ্রাচীর। ঠান্ডা বায়ুপ্রাচীর উষ্ণ বায়ুপ্রাচীরের চেয়ে দ্বিগুণ দ্রুত গতিতে এগিয়ে যায়। যখন উষ্ণ বায়ু পুঞ্জ ঠান্ডা বায়ু পুঞ্জের দ্বারা সম্পূর্ণভাবে উন্নীত হয় তখন ফ্রন্টোলাইসিস (frontolysis) শুরু হয়।

(২) উষ্ণ বায়ুপ্রাচীর (warm front): এ ধরনের উষ্ণ বায়ুপ্রাচীর সংগঠিত হয় যখন ঠান্ডা বায়ু পুঞ্জের ঢালু পৃষ্ঠের উপর উষ্ণ বায়ু পুঞ্জের সক্রিয় চলাচল ঘটে। যখন উষ্ণ বায়ু পুঞ্জ ভূ-পৃষ্ঠের কাছাকাছি ঠান্ডা বায়ু পুঞ্জের জন্য পথ তৈরি করে তখন ফ্রন্টোলাইসিস (frontolysis) শুরু হয়, অর্থাৎ যখন উষ্ণ বায়ু পুঞ্জ পুরোপুরি ঠান্ডা বায়ু পুঞ্জের উপর বসে।

(৩) স্থির বায়ুপ্রাচীর (stationary front): এ ধরনের স্থির বায়ুপ্রাচীর সংগঠিত হয় যখন উষ্ণ বায়ু পুঞ্জ ও ঠান্ডা বায়ু পুঞ্জ উভয়ের সম্মুখ পৃষ্ঠের অবস্থান পরিবর্তন হয় না (যখন দুটি বায়ু পুঞ্জ একে অপরের বিরুদ্ধে ধাক্কা দিতে অক্ষম হয়। এ বায়ুপ্রাচীরের দুই পাশের বায়ু পুঞ্জের গতি সামনের দিকে সমান্তরাল। উষ্ণ ও ঠাণ্ডা উভয় বায়ু পুঞ্জের সামনের সীমানায় নড়াচড়া বন্ধ থাকে, তারই নাম হলো স্থির বায়ুপ্রাচীর। একবার এ সীমানা তার অগ্রগতির গতি পুনরায় শুরু করলে, একটি উষ্ণ বায়ুপ্রাচীরে বা ঠান্ডা বায়ুপ্রাচীরে পরিণত হয়।

(৪) আবদ্ধ বায়ুপ্রাচীর (occluded front): আবদ্ধ বায়ুপ্রাচীর এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে একটি ঘূর্ণায়মান নিম্ন-চাপের ঠান্ডা বায়ু পুঞ্জের সম্মুখভাগ উষ্ণ বায়ু পুঞ্জের সম্মুখভাগকে ধরে, যাতে করে উভয় বায়ু পুঞ্জের মধ্যবর্তী উষ্ণ বায়ু পুঞ্জকে উপরের দিকে নিয়ে যাওয়া হয়। যখন ঠান্ডা বায়ু পুঞ্জ উষ্ণ বায়ু পুঞ্জকে অতিক্রম করে এবং এটির নীচে চলে যায় তখন এ ধরনের একটি বায়ুপ্রাচীর তৈরি হয়। যখন উষ্ণ ক্ষেত্রটি হ্রাস পায় এবং ঠান্ডা বায়ু পুঞ্জ সম্পূর্ণরূপে উষ্ণ বায়ু পুঞ্জকে ভূ-পৃষ্ঠের কাছাকাছি করে তখন ফ্রন্টোলাইসিস শুরু হয়। এভাবে, একটি দীর্ঘ এবং পশ্চাৎমুখী ঝুলন্ত আবদ্ধ বায়ুপ্রাচীর গঠিত হয়, যা একটি উষ্ণ বায়ুপ্রাচীর বা ঠান্ডা বায়ুপ্রাচীর আবদ্ধ করতে পারে। [মো: শাহীন আলম]


Ref: Fronts | Types of Fronts: Stationary Front, Warm Front, Cold Front & Occluded Front


Leave a Reply