বায়োমের শ্রেণিবিভাগ
আবহাওয়া ও জলবায়ু দ্বারা প্রভাবিত হয়ে উদ্ভিদ ও প্রাণির সম্প্রদায়ের ভিন্ন ভিন্ন সহাবস্থানের ভিত্তিতে পৃথিবীর এক একটি অঞ্চলের যুক্তিযুক্ত এক একটি বৃহত্তম বিভাগ হলো জীবভূমি বা বায়োম। বিশেষজ্ঞগণ ভিন্ন ভিন্ন উপায়ে পৃথিবীর বায়োমকে বিভিন্ন ভাগে বিভক্ত ও চিত্রিত করেছেন। বায়োমের সীমারেখা হিসেবে অঙ্কিত রেখাসমূহ মূলত বৃহৎ বৃহৎ বায়োমের মধ্যবর্তী অঞ্চলকে বুঝানো হয়েছে। ভৌগোলিক বণ্টনের ভিত্তিতে বায়োমকে প্রধান দুটি শ্রেণিতে ভাগ করা হয়েছে। এগুলো হলো: –
১। ভূ-ভাগের বায়োম এবং ২। জলভাগের বায়োম।
সারণী-১: ভৌগোলিক বণ্টনের ভিত্তিতে বায়োমের শ্রেণি বিভাগ।
বায়োমের ভৌগোলিক বণ্টন | বায়োমের প্রকৃতি | বায়োমের নাম |
১। ভূ-ভাগের বায়োম | ১.১. ঋতু বৈচিত্র্যহীন অনুকূল অবস্থা; | ১.১.১. ক্রান্তীয় চিরহরিৎ বৃষ্টি অরণ্য বায়োম। |
১.২. ঋতু বৈচিত্র্যবিশিষ্ট অনুকূল-প্রতিকূল মিশ্র অবস্থা; | ১.২.১. সাভানা বায়োম; ১.২.২. ভূ-মধ্যসাগরীয় বায়োম; ১.২.৩. নাতিশীতোষ্ণ পর্ণমোচী বায়োম; ১.২.৪. সরলবর্গীয় অরণ্য বায়োম; ১.২.৫. প্রেইরি তৃণভূমি বায়োম; ও ১.২.৬. মৌসুমী অরণ্য বায়োম। | |
১.৩. পানি ও উষ্ণতার স্থায়ী চাহিদাবিশিষ্ট প্রতিকূল অবস্থা। | ১.৩.১. উষ্ণ মরুভূমির বায়োম; ১.৩.২. মরুপ্রায় এলাকার বায়োম; ১.৩.৩. নাতিশীতোষ্ণ মরুভূমির বায়োম; ১.৩.৪. তুন্দ্রা মেরু বায়োম; এবং ১.৩.৫. আল্পীয় তুন্দ্রা বায়োম। | |
২। জলভাগের বায়োম | ২.১. সুপেয় পানির বায়োম; ২.২. উষ্ণ সমুদ্র পানির বায়োম; ও ২.৩. শীতল সমুদ্র পানির বায়োম। | |
বাস্তুতান্ত্রিক শ্রেণিবিভাগের বা উদ্ভিদের উপস্থিতির ভিত্তিতে World Wide Fund for Nature (WWF) বায়োমকে ১৪টি ভাগে বিভক্ত করেছেন। এ ১৪টি বায়োম নিম্নের ছকে উল্লেখ করা হলো।
সারণী-২: World Wide Fund for Nature (WWF) এর বায়োমের শ্রেণি বিভাগ।
বায়োমের নাম | জলবায়ুগত বৈশিষ্ট্য |
১। ক্রান্তীয় ও উপক্রান্তীয় আর্দ্র বৃহৎ পত্রবিশিষ্ট অরণ্য বায়োম | ক্রান্তীয় ও উপক্রান্তীয় আর্দ্র |
২। ক্রান্তীয় ও উপক্রান্তীয় শুষ্ক বৃহৎ পত্রবিশিষ্ট অরণ্য বায়োম | ক্রান্তীয় ও উপক্রান্তীয় উপ আর্দ্র |
৩। ক্রান্তীয় ও উপক্রান্তীয় সরলবর্গীয় বৃক্ষবিশিষ্ট অরণ্য বায়োম | ক্রান্তীয় ও উপক্রান্তীয় উপ আর্দ্র |
৪। নাতিশীতোষ্ণ বৃহৎ পত্রবিশিষ্ট মিশ্র অরণ্য বায়োম | নাতিশীতোষ্ণ ও আর্দ্র |
৫। নাতিশীতোষ্ণ সরলবর্গীয় বৃক্ষবিশিষ্ট অরণ্য বায়োম | নাতিশীতোষ্ণ ও আর্দ্র থেকে উপ আর্দ্র |
৬। তৈগা (Taiga) বায়োম | আর্দ্র ও উপ আর্কটিক |
৭। ক্রান্তীয় ও উপক্রান্তীয় তৃণভূমি, সাভানা (Savana) এবং গুল্ম ভূমির বায়োম | ক্রান্তীয় ও উপক্রান্তীয় অর্ধ শুষ্ক |
৮। নাতিশীতোষ্ণ তৃণভূমি, সাভানা (Savana) এবং গুল্ম ভূমির বায়োম | নাতিশীতোষ্ণ ও অর্ধ শুষ্ক |
৯। নিমজ্জিত তৃণভূমি ও সাভানা বায়োম | নাতিশীতোষ্ণ থেকে ক্রান্তীয় এবং স্বাদু কিংবা লবণাক্ত পানিতে নিমজ্জিত |
১০। পার্বত্য তৃণভূমি কিংবা গুল্ম ভূমির বায়োম | পাবর্ত্য জলাবায়ু |
১১। তুন্দ্রা (Tundra) বায়োম | আর্কটিক জলবায়ু |
১২। ভূ-মধ্যসাগরীয় বন, বৃক্ষ ও গুল্ম ভূমির বায়োম | শীতকালে বৃষ্টিপাত, উপআর্দ্র থেকে অর্ধশুষ্ক এবং নাতিশীতোষ্ণ থেকে ক্রান্তীয় শুষ্ক |
১৩। মরুভূমির (Desert) বায়োম | নাতিশীতোষ্ণ থেকে ক্রান্তীয় শুষ্ক |
১৪। ম্যানগ্রোভ (mangrove) বায়োম | উপক্রান্তীয় এবং ক্রান্তীয় লবণাক্ত পানিতে নিমজ্জিত |

Savindra Singh তাঁর লিখিত গ্রন্থ Physical Geography তে জলবায়ু অঞ্চল ও উদ্ভিদের উপর ভিত্তি করে বায়োমের নিম্নরূপ শ্রেণি বিভাগ করেছেন।
সারণী-৩: Savindra Singh এর বায়োমের শ্রেণি বিভাগ।
প্রথম ক্রমে বায়োমের নাম (জলবায়ু অঞ্চলের ভিত্তিতে) | দ্বিতীয় ক্রমে বায়োমের নাম (উদ্ভিদের ভিত্তিতে) |
১। ক্রান্তীয় বায়োম | ক) ক্রান্তীয় বনভূমি বায়োম খ) সাভানা বায়োম গ) মরু বায়োম |
২। নাতিশীতোষ্ণ বায়োম | ক) তৈগা বনভূমি বায়োম খ) নাতিশীতোষ্ণ পর্ণমোচী বনভূমি বায়োম গ) নাতিশীতোষ্ণ তৃণভূমি বায়োম ঘ) ভূ-মধ্যসাগরীয় বনভূমির বায়োম ঙ) উষ্ণ নাতিশীতোষ্ণ বায়োম |
৩। তুন্দ্রা বায়োম | ক) সুমেরু তুন্দ্রা বায়োম খ) উচ্চভূমির তুন্দ্রা বায়োম |
সহায়িকা:
১। Singh, Savindra, (2009), Physical Geography, Allahabad: Prayag Pustak Bhawan, Page 600 – 601.
২। রহমান, মোহাম্মদ আরিফুর, (২০১৭ – ২০১৮), প্রাকৃতিক ভূগোল, ঢাকা: কবির পাবলিকেশন্স, পৃষ্ঠা ৫৯৭ – ৬০০।
৩। Biome, wikipedia.org
সংকলিত [মো: শাহীন আলম]
বায়োম কত প্রকার ও কি কি?
Follow Us on Our YouTube channel: GEONATCUL