বায়োমের সংজ্ঞা | Biome

ইংরেজি শব্দ ‘
বায়োম (biome)’
এর আভিধানিক অর্থ ‘জীবভূমি’ বা ‘
জীবাঞ্চল’
বা ‘
বাস্তুসংস্থানিক অঞ্চল’
। বিংশ শতাব্দীর প্রথমদিকে ইংরেজি Bio এবং Ome একত্রে Biome শব্দটি গঠিত হয়। এখানে, ‘Bio
Ome’
এর ধারা ‘জীবন (life)’ এবং ‘’
এর ধারা ‘
একটি নির্দিষ্ট প্রকৃতির বস্তু বা অংশ (objects or parts having a specified nature)’
অর্থ নির্দেশ করে। অর্থাৎ পৃথিবীর বিভিন্ন অঞ্চলে নির্দিষ্ট প্রকৃতির জলবায়ু, পরিবেশ, প্রাণী ও উদ্ভিদ নিয়ে গড়ে উঠা বৃহৎ এক একটি অংশকে এক একটি বায়োম বা জীবাঞ্চল বলা হয়।
এ. এইচ. স্ট্রালার (A. H. Strahler, 1976) এর মতে, ‘
ভূ-পৃষ্ঠে জীবনের ব্যাপ্তি ও প্রাণের বিকাশ অনুসারে যে একক বাস্তুতন্ত্রের মধ্যে জীববৈচিত্র্য সৃষ্টি করতে সাহায্য করে, তাকে বায়োম বলে।’
গোল্ডসবে (Goldsby, ১৯৭৯) এর মতে, ‘
বায়োম হলো একক জীব বলয়ে মিথস্ক্রিয়ারত সকল জৈবিক সম্প্রদায়ের সমন্বয়ে গঠিত একই ধরনের জলবায়ুবিশিষ্ট একটি ভৌগোলিক অঞ্চল।’
আই. জি. সাইমনস (I. G. Simmons, 1982) এর মতে, ‘
The most extensive ecosystem unit which it is convenient to designate is called Biome.’
অর্থাৎ ‘
সহজে চিহ্নিত করা সুবিধাজনক ব্যাপক বিস্তৃত একক বাস্তুতন্ত্রকে বায়োম বলা হয়।’
হুইটেকার স্কিম (Whittaker’s Scheme) এর মতে, ‘
কোনো নির্দিষ্ট মহাদেশে স্থলজ বাস্তুতন্ত্রের উদ্ভিজ কাঠামো প্রজাতির শরীরবৃত্তীয় অবস্থা, পরিবেশগত রূপ এবং প্রাণিকূলের বৈশিষ্ট্যের সাদৃশ্যতার ভিত্তিতে বিস্তৃত সম্প্রদায়কে বায়োম বলা হয়।’
সুতরাং বায়োম হলো পৃথিবীর বিভিন্ন মহাদেশে অবস্থিত বনভূমি, তৃণভূমি, মরুভূমি, সাগর, মহাসাগর, ইত্যাদি ভৌগোলিক পরিসরে কতিপয় উপাদানের সমন্বয়ে গড়ে উঠা বৈশ্বিক অঞ্চল। উদ্ভিদ ও প্রাণি জীবনের নানা স্তরের মিথস্ক্রিয়া এ বায়োমে পরিলক্ষিত হয়। বায়োমে সাধারণত অন্যান্য জীবের চেয়ে সবুজ উদ্ভিদের জীবভর (biomass) অনেক বেশি থাকে। আর এ কারণেই বায়োমে সবুজ উদ্ভিদ প্রাকৃতিকভাবে কর্তৃত্ব করে থাকে। [মো: শাহীন আলম]
সহায়িকা:
১। Singh, Savindra, (2009), Physical Geography, Allahabad: Prayag Pustak Bhawan, Page – 600
২। রহমান, মোহাম্মদ আরিফুর, (২০১৭ – ২০১৮), প্রাকৃতিক ভূগোল, ঢাকা: কবির পাবলিকেশন্স, পৃষ্ঠা ৫৯৭ – ৫৯৮।
বায়োম (biome) বলতে কি বুঝায়?
Follow Us on Our YouTube channel: GEONATCUL