বিবিচিনি শাহী মসজিদ | বরগুনা

বিবিচিনি শাহী মসজিদ | বরগুনা

বিবিচিনি শাহী মসজিদ বাংলাদেশের বরগুনা জেলাধীন বেতাগী উপজেলার বিবিচিনি নামক গ্রামে অবস্থিত। বরগুনা জেলার বেতাগী উপজেলা শহর থেকে প্রায় দশ কিলোমিটার উত্তর দিকে গেলে বিবিচিনি গ্রাম। এ গ্রামে সমতল ভূমি থেকে প্রায় নয় মিটার উঁচু টিলার উপরে এ মসজিদটি দেখা যায়।

বিবিচিনি শাহী মসজিদটি বর্গাকার পরিকল্পনায় নির্মিত একগম্বুজবিশিষ্ট। প্রায় ১.৮ মিটার চওড়া দেয়ালবিশিষ্ট এই মসজিদটির পূর্ব দেয়ালে দুইটি বাতায়নসহ মূল প্রবেশপথটি অবস্থিত। এছাড়া মসজিদটির উত্তর ও দক্ষিণ দেয়ালে তিনটি করে বাতায়ন রয়েছে। মূল প্রবেশপথ ও বাতায়নগুলোতে গোথিক খিলানের প্রতিফলন লক্ষ্য করা যায়। লাল পোড়ামাটির ইট ও চুন সুরকি নির্মিত নান্দনিক এ মসজিদটির গায়ে কোনো আস্তর নেই।

ঐতিহাসিক তথ্যসূত্র থেকে জানা যায়, আনুমানিক সতেরো শতাব্দীতে হযরত শাহ্ নেয়ামত উল্লাহ (র.) পারস্য থেকে বরগুনা জেলার বেতাগীতে আগমন করেন। তিনি ইসলাম প্রচারের উদ্দেশ্যে এখানে আসেন এবং সুন্দর এ মসজিদটি নির্মাণ করেন। আরও জানা যায়, নেয়ামত উল্লাহ-এর চিনিবিবি এবং ইসাবিবি নামে দুই বোন ছিল। ধারণা করা হয়, তাঁর এ দুই বোনের নামানুসারে গ্রামের নামকরণ করা হয় বিবিচিনি। তাঁর নির্মিত মসজিদটিরও নামকরণ করা হয় বিবিচিনি শাহী মসজিদ। স্থানীয়দের কাছে এ মসজিদটি পরীর মসজিদ নামেও সুপরিচিত।

১৯৮৭ সালের ২ এপ্রিল প্রকাশিত বাংলাদেশ গেজেট অনুসারে বিবিচিনি শাহী মসজিদ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একটি সংরক্ষিত পুরাকীর্তি, যা বর্তমানে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধীন প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তালিকাভূক্ত ও তত্ত্বাবধানে রয়েছে। [মো. শাহীন আলম]


তথ্যসূত্র: প্রত্নতত্ত্ব অধিদপ্তর, বাংলাদেশ।



Follow Us in Our YouTube channel: GEONATCUL


 

Leave a Reply