ভবেরপাড়ার রোমান ক্যাথলিক চার্চ | মেহেরপুর
ভবেরপাড়ার রোমান ক্যাথলিক চার্চ মেহেরপুর জেলাধীন মুজিবনগর উপজেলার বাগোয়ান ইউনিয়নের ভবেরপাড়া নামক গ্রামে অবস্থিত। ভবেরপাড়া-সোনাপুর সড়ক সংলগ্ন লাগোয়া উত্তর পাশে এবং সরস্বতী নামক খাল বা নদীর পূর্ব তীরে প্রাচীন এ ক্যাথলিক চার্চটির অবস্থান। ভবেরপাড়া মিশন নামে পরিচিত এ ক্যাথলিক চার্চটির ভূ-স্থানাঙ্ক (geo-coordinate) হল 23°39’09.4″N 88°35’22.4″E (23.652600, 88.589568)।
ভবেরপাড়ার রোমান ক্যাথলিক চার্চটি দেশীয় ও পাশ্চাত্য স্থাপত্য রীতির সমন্বয়ে নির্মিত একটি প্রাচীন স্থাপনা। পূর্বমুখী এ স্থাপনাটি আয়তাকার ভূমি পরিকল্পনায় নির্মিত। এ চার্চটির দৈর্ঘ্য প্রায় ১৮.৫ মিটার এবং প্রস্থ ৯ মিটার। এ চার্চের বাহ্যিক অবয়বে প্রাচীন স্থাপত্যশৈলীর একটি উন্নত বৈশিষ্ট্য পরিগ্রহ করে আছে। চার্চটি পূর্ব থেকে পশ্চিম দিকে লম্বা। চার্চের সামনে তিন ধাপের সিঁড়ি রয়েছে। চার্চের সামনের দেয়ালে ৩টি প্রবেশপথ রয়েছে। অর্ধবৃত্তাকার খিলানবিশিষ্ট প্রবেশপথগুলোর মধ্যে মাঝের প্রবেশপথটি আকারে বড়। চার্চের নিচতলার সামনের দেয়ালে ৪টি স্তম্ভের গায়ে প্যানেলখচিত নকশা রয়েছে। সামনের দেয়ালটিতে সরল রৈখিক নকশার মাঝে লতাপাতা ও ফুলের অলংকরণ রয়েছে।
চার্চের মধ্য (nave) বরাবর ছাদের উপরে লণ্ঠনের ভাগ (clerestory) রয়েছে। লণ্ঠন ভাগে (clerestory) ছাদটি দোচালাবিশিষ্ট। চার্চের সামনে রোমান স্থাপত্যশৈলীতে নির্মিত পেডিমেন্ট (pediment) রয়েছে। ত্রিভুজাকার পেডিমেন্টের (pediment) দুই দিকে শীর্ষদেশ (finial) রয়েছে। পেডিমেন্টের ঠিক উপরে খ্রিস্টানদের ধর্মীয় প্রতীক ১টি ক্রুশ (christian cross) রয়েছে। লণ্ঠন ভাগ (clerestory) দেয়ালের উভয় দিকে ক্যাপযুক্ত (cap) এবং প্রায় উপবৃত্তাকার (elliptic) ছিদ্র নকশাবিশিষ্ট স্বল্প উচ্চতার ছাদ প্রাচীর (parapet) রয়েছে। এ প্রাচীরের দুই দিকে শীর্ষদেশ (finial) রয়েছে। লণ্ঠনের ভাগের (clerestory) উত্তর ও দক্ষিণ দেয়ালে অনেকগুলো জানালা রয়েছে। এছাড়া চার্চের নিচতলার উত্তর এবং দক্ষিণ দেয়ালে ৬টি করে প্রবেশপথ ও ৩টি করে জানালা রয়েছে। চার্চের প্রবেশপথ ও জানালায় প্যানেলখচিত কাঠের কপাট রয়েছে।
জনশ্রুতি রয়েছে যে, ওলন্দাজগণ ব্যবসা এবং ধর্ম প্রচারের উদ্দেশ্যে মেহেরপুর অঞ্চলে আসে এবং সপ্তদশ শতাব্দীর প্রথম দিকে ইতালিয়ান পিলগ্রিম ফাদারসহ এ অঞ্চলের ভবেরপাড়ায় মিশন স্থাপন করে। পরে কাথুলি, বন্দর ও ভাটপাড়ায় মিশন স্থাপন করে এবং স্থায়ীভাবে তাদের কার্যক্রম শুরু করে। রোমান ক্যাথলিক খ্রিস্টান অধ্যুষিত মুজিবনগরের ভবেরপাড়া গ্রামে ১৯২৪ সালে দেশীয় ও পাশ্চাত্য স্থাপত্য রীতির সমন্বয়ে একটি চার্চ নির্মাণ করা হয়। যা বর্তমানে ভবেরপাড়ার রোমান ক্যাথলিক চার্চ বা ভবেরপাড়া মিশন নামে পরিচিত। [মো. শাহীন আলম]
তথ্যসূত্র :
১. বাংলা একাডেমী বাংলাদেশের লোকজ সংস্কৃতি গ্রন্থমালা, মেহেরপুর (ঢাকা : বাংলা একাডেমী, জুন ২০১৩), পৃষ্ঠা ৪১।
২. মেহেরপুর জেলার প্রত্নতাত্ত্বিক জরিপ প্রতিবেদন, ২০১৭, প্রত্নতত্ত্ব অধিদপ্তর, ঢাকা, পৃষ্ঠা ৫৩ – ৫৪।
৩. প্রত্নতত্ত্ব অধিদপ্তর, বাংলাদেশ।
মেহেরপুর ভবেরপাড়ার রোমান ক্যাথলিক চার্চ
Follow Us on Our YouTube channel: GEONATCUL