মহিষ মর্দিণী | Mahisha Mardini
মহিষ মর্দিণী [Mahisha Mardini] হলো পার্বতীর রুদ্র রূপ এক দেবী। তিনি দুর্গা, কাত্যায়নী, ভদ্রকালী, দশভুজা, প্রভৃতি নামেও সুপরিচিত। এ দেবী কখনও আট হাত বা কখনও দশ হাতবিশিষ্ট হয়ে থাকে। তাঁর প্রতিটি হাতে বিভিন্ন অস্ত্রশস্ত্র ধরা থাকে। অস্ত্রশস্ত্রের মধ্যে একটি হলো ত্রিশূল, যা তাঁর পায়ের কাছে পড়ে থাকা মহিষাসুরের বুকে বিদ্ধ থাকে। দেবীর বাহন সিংহ একটি অসুরকে কামড়ে ধরে থাকে। অসুরের পায়ের কাছে মহিষের কাটা মস্তক পড়ে থাকে। মহিষমর্দিনী দুর্গা নামেও সুপরিচিত এ ভাস্কর্যের সাধারণ কিছু বৈশিষ্ট্য ব্যতিত সময় ও অবস্থানগত ভিন্নতার সাথে সাথে এর রূপেরও কিছু ভিন্নতা দেখা যায়। এ দুর্গা দেবী সনাতন ধর্মীয় সম্প্রদায়ের কাছে সর্বাধিক সমাদৃত এবং পূজিত। [মো: শাহীন আলম]
মহিষ মর্দিণী কী?
Image: Mahisha Mardini, Period: Circa 9-10th Century CE, Mainamati Museum, Department of Archaeology, Cumilla, Bangladesh.
Follow Us on Our YouTube channel: GEONATCUL