স্থাপত্যশৈলীর এক অপরূপ নিদর্শন: কড়াপুর মিয়া বাড়ি জামে মসজিদ

স্থাপত্যশৈলীর এক অপরূপ নিদর্শন: কড়াপুর মিয়া বাড়ি জামে মসজিদ

কড়াপুর মিয়া বাড়ি জামে মসজিদ, karapur miabari mosque
কড়াপুর মিয়া বাড়ি জামে মসজিদের ভিতরের দেয়াল।

মসজিদটি মূলত ৩.০  মিটার উঁচু ভিত্তি বা দ্বিতীয় তলার উপর নির্মিত। উঁচু ভিত্তির উপর বা দ্বিতীয় তলায় অবস্থিত মূল প্রার্থনা কক্ষ বা মসজিদ কক্ষটির দৈর্ঘ্য ১৩.৫ মিটার ও প্রস্থ ৬.০  মিটার। প্রার্থনা কক্ষ বা মসজিদটির সামনে ছাদহীন একটি আঙ্গিনা রয়েছে। ইট ও চুন-সুরকি দিয়ে নির্মিত আয়তাকার এ মসজিদটির দেয়ালগুলো ১.৫  মিটার পুরু।

কড়াপুর মিয়াবাড়ি মসজিদ ও শায়েস্তা খান মসজিদ



Follow Us in Our YouTube channel: GEONATCUL


Leave a Reply