মুসলিম পুরাকীর্তি: বাকেরগঞ্জের নসরত গাজী জামে মসজিদ
মুসলিম পুরাকীর্তি: বাকেরগঞ্জের নসরত গাজী জামে মসজিদ
বরিশাল জেলাধীন বাকেরগঞ্জ উপজেলা সদর থেকে সড়ক পথে প্রায় ১৫ কি.মি. পূর্ব দিকে শিয়ালঘুনি নামক গ্রাম। এ গ্রামের পশ্চিম-পূর্বগামী পিয়ারপুর বাজার-ডিসি ঘাট সড়কের অবস্থান। আর এ সড়ক সংলগ্ন ব্রীজ থেকে খালের পশ্চিম পাশ ধরে প্রায় ২০০ মিটার উত্তর দিকে এগিয়ে গেলে চৌধুরী বাড়ি। এ বাড়িটির প্রবেশপথের উত্তর দিকে মুসলিম পুরাকীর্তি এ প্রাচীন মসজিদটি অবস্থিত।
মি. জ্যাক বাখরগঞ্জ জেলা গেজেটিয়ারে ফুল ও লতাপাতার সুন্দর অলঙ্করণ বিশিষ্ট একটি প্রাচীন মসজিদের কথা উল্লেখ করেছেন। তাঁর বর্ণনা থেকে জানা যায়, জনৈক নসরত গাজী কর্তৃক এ মসজিদটি নির্মিত হয়েছিল। মসজিদের গায়ে একটি শিলালিপি ছিল এবং এটি হারিয়ে গেছে বলে মি. জ্যাক স্থানীয় লোকজনের কাছে শুনেছেন। তবে মসজিদটি আনুমানিক খ্রিস্টীয় ১৬ শতকে নির্মিত বলে ধারণা করা হয়।
মানচিত্র: নসরত গাজী জামে মসজিদের অবস্থান।
এক গম্বুজবিশিষ্ট এ মুসলিম স্থাপত্যটি নির্মাণে চুন-সুরকি ও পাতলা বর্গাকারের ইট ব্যবহার করা হয়েছে। বর্গাকার ভূমি-পরিকল্পনায় নির্মিত এ মসজিদের অভ্যন্তরের দৈর্ঘ্য ৪.৫০ মিটার এবং দেওয়ালগুলো ১.৪৩ মিটার পুরু। মসজিদের চারকোনায় চারটি অষ্টভূজাকার স্তম্ভ (tower) রয়েছে। পূর্ব, দক্ষিণ ও উত্তর দিকে গোথিক (gothic) খিলানবিশিষ্ট প্রবেশপথ রয়েছে।
এ মসজিদটির প্রবেশপথের খিলান নকশার সাথে বাগেরহাটের ষাটগম্বুজ মসজিদের প্রবেশপথের খিলান নকশার যথেষ্ট মিল রয়েছে। বর্তমানে দক্ষিণ ও উত্তর দিকের প্রবেশপথ দুটি লোহার গ্রিল দিয়ে বন্ধ করে দেয়া হয়েছে। মসজিদটিতে প্রবেশের জন্য কেবল পূর্বদিকের প্রবেশপথটি ব্যবহৃত হয়। মসজিদটির অভ্যন্তরের পশ্চিম দেয়ালে একটি মিহরাব রয়েছে। মসজিদের দেয়াল, কার্ণিস ও স্তম্ভে ফুল ও লতাপাতার কিছু অলংকরণ রয়েছে। মুসলিম স্থাপত্যিক এ নিদর্শনটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একটি সংরক্ষিত পুরাকীর্তি হিসেবে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তালিকাভূক্ত এবং তত্ত্বাবধানে রয়েছে। [মো. শাহীন আলম]
Follow Us in Our YouTube channel: GEONATCUL