মেরু বায়ু: কুমেরু বায়ু ও সুমেরু বায়ু
মেরু বায়ু [Polar Winds] বলতে সাধারণত পৃথিবীর মেরু অঞ্চলদ্বয়ের উচ্চচাপ বলয় থেকে উপমেরু নিম্নচাপের দিকে প্রবাহিত বায়ুকে বুঝায়। পৃথিবীর উত্তর ও দক্ষিণ গোলার্ধের দুই মেরুতে এ ধরনের বায়ু প্রবাহিত হয়। প্রবাহিত এ বায়ু সাধারণত শুষ্ক ও ঠাণ্ডা প্রকৃতির হয়ে থাকে। বিশেষজ্ঞগণ, মেরু বায়ুকে (১) কুমেরু (দক্ষিণ মেরু) বায়ু এবং (২) সুমেরু (উত্তর মেরু) বায়ু নামে দুই ভাগে বিভক্ত করেছেন। নিম্নে এ দুই প্রকারের বায়ু প্রবাহ নিয়ে সংক্ষেপে আলোচনা করা হলো:
কুমেরু বায়ু [Antarctic Wind] বলতে সাধারণত দক্ষিণ গোলার্ধের সর্ব দক্ষিণের কুমেরু অঞ্চলের উচ্চচাপ বলয় থেকে উপমেরুর নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত বায়ুকে বুঝায়। এ বায়ু অতিশীতল ও ভারী হয়ে থাকে। উল্লেখ্য যে, কুমেরু অঞ্চল হলো পৃথিবীর দক্ষিণের মেরু অঞ্চল, যা কুমেরু বৃত্তের দক্ষিণের অংশ নিয়ে গঠিত। কুমেরু অঞ্চল অ্যান্টার্কটিকা মহাদেশ, কেরোগলেন মালভূমি এবং অন্যান্য দ্বীপ নিয়ে গঠিত।
সুমেরু বায়ু [Arctic Wind] বলতে সাধারণত উত্তর গোলার্ধের সর্ব উত্তরের সুমেরু অঞ্চলের উচ্চচাপ বলয় থেকে উপমেরুর নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত বায়ুকে বুঝায়। এ বায়ু প্রবাহ হিমশীতল ও ভারী হয়ে থাকে। উল্লেখ্য যে, সুমেরু অঞ্চল হলো পৃথিবীর উত্তরের মেরু অঞ্চল, যা সুমেরু বৃত্তের উত্তরের অংশ নিয়ে গঠিত। কুমেরু অঞ্চল আর্কটিক মহাসাগর, গ্রীনল্যান্ড, কানাডা এবং রাশিয়ার উত্তরাংশ নিয়ে গঠিত। [মো: শাহীন আলম]
মেরু বায়ু কাকে বলে?
Follow Us on Our YouTube channel: GEONATCUL