মেহেরপুরের এক গম্বুজবিশিষ্ট পুরাকীর্তি: মসজিদ না মন্দির?

এক গম্বুজবিশিষ্ট এ পুরাকীর্তিটি মেহেরপুর জেলা শহরের বড়বাজার মোড়ে অবস্থিত। এ পুরাকীর্তিটিকে মেহেরপুর জেলা শহরের কোর্টরোড-কাথুলী পাকা সড়কের সংযোগস্থলে ওয়াপদা রোডের সাথে লাগোয়া বড় বাজার মোড়ের দক্ষিণ-পশ্চিম কোণে দেখা যায়।
মানচিত্র: মেহেরপুরের এক গম্বুজবিশিষ্ট পুরাকীর্তির অবস্থান।
স্থানীয়দের কাছে এ পুরাকীর্তিটি শাহ সুফী মেহেরুল্লাহ মসজিদ (mosque) হিসেবে পরিচিত। এ সম্পর্কে উল্লেখযোগ্য লিপিবদ্ধ ইতিহাস পাওয়া যায়নি। তবে জানা যায় যে, ‘দরবেশ মেহের আলী শাহ ১৬০৫ সালে ইয়েমেনে জন্মগ্রহণ করেন। তিনি ইসলাম প্রচারের উদ্দেশ্যে পাক-ভারত উপমহাদেশে আসেন এবং ১৬৫৯ সালে মেহেরপুরের শেখ পাড়ায় খন্দকার ইসহাক নামের একজন প্রতাপশালী ব্যক্তির বাড়িতে আশ্রয় গ্রহণ করেন। সেখান থেকে কালাচাঁদপুরে তাঁর আস্তানা গাড়েন। পরে শহরের কেন্দ্রস্থলে দ্বিতীয় দরবার শরীফ নির্মাণ করেন। জেলা শহরের বড় বাজার মোড়ে এটি ওয়াক্ত মসজিদ। এখন পরিত্যক্ত। মানুষ এটিকে হিন্দু ধর্মীয় প্রতিষ্ঠান বলেই জানেন।’১

রেখাচিত্র: এক গম্বুজবিশিষ্ট পুরাকীর্তিটির সামনের দেয়াল।
স্থাপত্যিক বিবরণ: বড়বাজারের এ পুরাকীর্তিটি বর্গাকার ভূমি পরিকল্পনায় নির্মাণ করা হয়। ইট ও চুন-সুরকি দিয়ে নির্মিত এ পুরাকীর্তিটির দৈর্ঘ্য ৩.১৬ মিটার। এটি পূর্বমুখী করে নির্মাণ করা হয়। এটির পূর্ব ও দক্ষিণ দেয়ালে ১টি করে প্রবেশপথ রয়েছে। সমতল খিলানের প্রবেশপথগুলোর উপরে অর্ধবৃত্তাকার খিলান নকশা রয়েছে। এটির অভ্যন্তরের উত্তর দেয়ালে ছোট ১টি কুলঙ্গি এবং পশ্চিম দেয়ালে স্বল্প আয়তনের ১টি মিহরাব রয়েছে। মিহরাব বরাবর পূর্ব দিকে এটির মেঝেতে প্রায় ৩-৪ সে.মি. উঁচু বেধি রয়েছে।
মিহরাবের আকার ও মেঝের বেধির অবস্থান দেখে এ স্থাপনাটি মসজিদ (mosque) না মন্দির (temple)? এ নিয়ে অনেকে সন্দেহ পোষণ করে থাকে। তবে আরো গবেষণার প্রয়োজন রয়েছে। এটির দেয়াল ৫৫ সে.মি. চওড়া। এটির ৪ কোণে ৪টি মিনার রয়েছে। মিনারসমূহের প্রতিটির উপরে ১টি করে ছোট গম্বুজ রয়েছে। এ গম্বুজসমূহ প্রায় গোলাকার। এটির ছাদ বরাবর কার্ণিস রয়েছে। ছাদের উপরে ১টি অর্ধগোলাকার গম্বুজ রয়েছে। এ গম্বুজটি আকারে বড়। গম্বুজের নিম্নাংশের ড্রামে সাপের ফণাকৃতির নকশা রয়েছে। সংস্কারের কারণে প্রাচীন এ স্থাপনার অধিকাংশ অলংকরণ নষ্ট হয়ে গেছে। [মো. শাহীন আলম]
তথ্যসূত্র:
১. আযম, তোজাম্মেল, মেহেরপুর জেলার ইতিহাস-ঐতিহ্য ( ঢাকা : গতিধারা, ফেব্রুয়ারী ২০০৯), পৃষ্ঠা ২২৮।
২. প্রত্নতত্ত্ব অধিদপ্তর, বাংলাদেশ।
মেহেরপুরের এক গম্বুজবিশিষ্ট পুরাকীর্তি
Follow Us on Our YouTube Channel: GEONATCUL