মাটি লবণাক্তকরণ | Salinization

সাধারণত বৃষ্টিপাতের পানি চুয়ান প্রক্রিয়ায় বা অনুস্রবণের মাধ্যমে মাটির উপরের স্তর থেকে নিচের স্তরের দিকে যায়। তবে অধিক উত্তাপ এবং বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ ৫০ সেন্টিমিটারের চেয়ে কম বিশিষ্ট অঞ্চলে চুয়ান প্রক্রিয়ায় যে পরিমাণ পানি মাটির নিচের স্তরের দিকে যায়, তার চেয়ে অনেক বেশি পরিমাণে পানি বাষ্পীভবনের মাধ্যমে মাটির নিচের স্তর থেকে উপরের দিকে উঠে আসে।  ভূগর্ভের পানি উপরে উঠে আসার সময় লবণ (Nacl), সোডিয়াম সালফেট (Na2so4) প্রভৃতি দ্রবীভূত লবণ মাটির উপরের স্তরে উঠে আসে। এর ফলে ঐ সব অঞ্চলে পানি সম্পূর্ণ বাষ্পীভূত হয়ে যাওয়ার পরে মাটির উপরে লবণের স্তর পড়ে থাকে। আর এ প্রক্রিয়ায় লবণাক্ত মাটির (salty soil) সৃষ্টি হয়। সুতরাং লবণাক্ত মাটি গঠনের এরূপ প্রক্রিয়াকে মাটি লবণাক্তকরণ (salinization) বলা হয়। [সংকলিত]


মাটি লবণাক্তকরণ বলতে কি বুঝায়?


Follow Us on Our YouTube channel: GEONATCUL


Leave a Reply