শিবগঞ্জের ছোট সোনা মসজিদ | চাঁপাইনবাবগঞ্জ
বাংলাদেশে রাজশাহী বিভাগের চাঁপাইনবাবগঞ্জ জেলাধীন শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের পিরোজপুর নামক গ্রামে ছোট সোনা মসজিদ অবস্থিত। এ মসজিদটি ঐতিহ্যবাহী সুলতানি স্থাপত্যের রত্ন বলে পরিচিত। ছোট সোনা মসজিদটির ভূস্থানাঙ্ক বা জিও কো-অর্ডিনেট (অক্ষাংশ ও দ্রাঘিমাংশ) হল 24°48’49.4″N 88°08’35.4″E (24.813714, 88.143167)।
আয়তাকার পরিকল্পনায় নির্মিত এ মসজিদের বাহিরের দিকে উত্তর-দক্ষিণে ২৫ মিটার এবং পূর্ব-পশ্চিমে ১৬ মিটার। মসজিদের অভ্যন্তরভাগ উত্তর-দক্ষিণে ২১.২ মিটার এবং পূর্ব-পশ্চিমে ১২.২ মিটার। অভ্যন্তরভাগে প্রতিটি সারিতে ৪টি করে দুই সারি পাথরের স্তম্ভ রয়েছে। যা মসজিদটিকে উত্তর-দক্ষিণে লম্বা ৩টি আইলে বিভক্ত করেছে। মসজিদের মূল নির্মাণ উপকরণ হিসেবে ইট ও পাথর ব্যবহার করা হয়েছে।
মসজিদের পূর্বদিকের সামনের দেয়ালে ৫টি এবং উত্তর ও দক্ষিণ দেয়ালে ৩টি করে প্রবেশপথ রয়েছে। পূর্ব দেয়ালের প্রবেশপথে বহুপত্র খিলানের (multifoil arch) প্রতিফলন দেখা যায়। উত্তর ও দক্ষিণ দেয়ালের প্রবেশপথে ল্যানসেট (lancet) খিলানের প্রতিফলন দেখা যায়। মসজিদ অভ্যন্তরের পশ্চিম দেয়ালে ৫টি মিহরাব রয়েছে।
মসজিদের চারটি বহির্দেয়াল এবং কিছুটা অভ্যন্তরভাগের দেয়াল জুড়ে গ্রানাইট পাথরের আস্তরণ শোভিত রয়েছে। জানা যায়, ১৮৯৭ সালে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হওয়ার পরে সংস্কারকালে পশ্চিম দেয়ালের দক্ষিণ অংশের পাথরের আস্তর অপসারণ করা হয়। মসজিদের উল্লেখযোগ্য অলংকরণ হল খোদাইকৃত পাথর, ইটের বিন্যাস, পোড়ামাটির ফলক ও চকচকে টালি। তবে এগুলোর মধ্যে খোদাইকৃত পাথরের পরিমাণ তুলনামূলক বেশি দেখা যায়।
মসজিদের ছাদে ১৫টি গম্বুজ রয়েছে। এর মধ্যে ছাদের মাঝখানের ৩টি গম্বুজ চৌচালা আকৃতির। অন্য গম্বুজগুলো অর্ধবৃত্তাকার। মসজিদের বাহিরের চার কোণে ৪টি বহুভুজাকৃতির বুরুজ রয়েছে। এ বুরুজগুলোর প্রতিটির ৯টি পার্শ্ব (side) বাহির থেকে দেখা যায়। মসজিদের কার্ণিশগুলো ধনুকের মত বাঁকানো। ছাদ থেকে বৃষ্টির পানি নিষ্কাশনের জন্য ছাদের কিনারায় পাথরের নালা রয়েছে।
মসজিদটির গায়ে প্রাপ্ত ১টি শিলালিপি অনুসারে, জনৈক মজলিস-ই-মাজালিস, মজলিস মনসুর ওয়ালী মুহম্মদ বিন আলী কর্তৃক ছোট সোনা মসজিদ নির্মাণ করেন। অক্ষর মুছে যাওয়ার কারণে শিলালিপিতে মসজিদটির নির্মাণের সঠিক তারিখ ভালভাবে জানা যায় না। তবে শিলালিপিটিতে সুলতান আলাউদ্দীন হোসেন শাহের নাম উল্লেখ রয়েছে। এ নাম দেখে অনুমান করা হয় যে, ছোট সোনা মসজিদটি সুলতান আলাউদ্দীন হোসেন শাহের রাজত্বকালের (১৪৯৩-১৫১৯ খ্রি.) কোন এক সময় নির্মাণ করা হয়েছে।
জানা যায় যে, ছোট সোনা মসজিদের দেয়ালের বাহিরের পৃষ্ঠে সোনালি বর্ণের আস্তরণ ছিল, যা সূর্যের আলোতে সোনার মত ঝলমল করতো। প্রাচীন গৌড়ে বড় সোনা মসজিদ নামে সুলতান নুসরত শাহ কর্তৃক নির্মিত আরো একটি মসজিদ ছিল। তাই স্থানীয় লোকজন এটিকে ছোট সোনা মসজিদ বলে থাকতো, আর গৌড় নগরীর মসজিদটিকে বলতো বড় সোনা মসজিদ।
ছোট সোনা মসজিদটিকে ১৫ এপ্রিল, ১৯৩২ সালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংরক্ষিত পুরাকীর্তি হিসেবে ঘোষণা করা হয়। বর্তমানে এটি বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তালিকাভূক্ত ও তত্ত্বাবধানে রয়েছে। [মো. শাহীন আলম]
image source: Department of Archaeology, Bangladesh
reference:
১. ছোট সোনা মসজিদ, বাংলাপিডিয়া
২. ছোট সোনা মসজিদ, Wikipedia
চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জের ছোট সোনা মসজিদ
Follow Us on Our YouTube channel: GEONATCUL