শ্রীরামপুরের বাঙ্গালী ঐতিহ্যের জোড়বাংলা সমাধিসৌধ | পটুয়াখালী

শ্রীরামপুরের বাঙ্গালী ঐতিহ্যের জোড়বাংলা সমাধিসৌধ
পটুয়াখালী জেলাধীন সদর উপজেলার শ্রীরামপুর নামক গ্রামে প্রাচীন এ সমাধিসৌধটি অবস্থিত। ঢাকা-পটুয়াখালী মহাসড়কের শিয়ালী বাজার নামক বাসস্টেশন থেকে আঁকাবাঁকা পথে প্রায় ৬ কি.মি. পূর্ব দিকে শ্রীরামপুর নামক বাজার। এ বাজার থেকে প্রায় ৩৫০ মিটার উত্তর দিকে এগিয়ে গেলে মুন্সির হাট ও কলবাড়ি বাজারগামী সংযোগ রাস্তা। এ সংযোগ রাস্তা থেকে আঁকাবাঁকা পথে প্রায় ৩০০ মিটার উত্তর-পূর্ব কোণে এগিয়ে গেলে টিপু মিঞার বাড়ি। এ বাড়িটির প্রবেশপথের সামনেই বাঙ্গালী ঐতিহ্যের জোড়বাংলা সমাধিসৌধটি অবস্থিত।
মানচিত্র: জোড়বাংলা সমাধিসৌধের (জোড়া কবরের) অবস্থান।
স্থানীয় জনশ্রুতি থেকে জানা যায়, খ্রিস্টীয় ১৯ শতকের প্রথম দিকে জনৈক জমিদার কালে খাঁ এবং তাঁর স্ত্রী জুলেখাকে এ সমাধীতে সমাহিত করা হয়। বাঙ্গালী ঐতিহ্যের দোচালাবিশিষ্ট জোড়বাংলা ঘরের আদলে এ সমাধিসৌধটি নির্মিত। উত্তর-দক্ষিণে লম্বা এ সমাধিসৌধটি হল পাশাপাশি দু’টি জোড়াকবর। পাতলা ইট ও চুন-সুরকি দিয়ে এ সমাধিসৌধটি নির্মিত। এটি উচুঁ এবং আয়তাকার মঞ্চের (podium) উপরে নির্মিত দোচালাবিশিষ্ট একটি জোড়া কুঁড়েঘর। মঞ্চটির চারদিকের দেয়ালে তোরণ-শোভিত (arcade) অলংকরণ রয়েছে । এ সমাধিসৌধটিকে বাংলাদেশের দক্ষিণাঞ্চলে অবস্থিত প্রাচীন স্থাপত্যশিল্পের এক অনন্য স্মৃতিনিদর্শন বলা যেতে পারে। স্থাপত্যিক এ নিদর্শনটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একটি সংরক্ষিত পুরাকীর্তি হিসেবে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তালিকাভুক্ত ও তত্ত্বাবধানে রয়েছে। [মো. শাহীন আলম]
Follow Us on Our YouTube channel: GEONATCUL