সবুজ বলয় | Green Belt
সবুজ বলয় [Green Belt] বলতে শহরের প্রান্তসীমায় একটি গ্রামীণ ও প্রাকৃতিক আবহে পরিকল্পিতভাবে গড়ে তোলা এলাকাকে বুঝায়। অর্থাৎ সবুজ বলয় হল শহরের প্রান্তসীমায় একটি উন্মুক্ত এলাকা, যেখানে ভূমির ব্যবহার কম নিবিড় থাকে এবং যা কৃষিকাজ, বিনোদন প্রভৃতির জন্য পরিকল্পিতভাবে গড়ে তোলা হয়। এ বলয় সাধারণত নগর এলাকার ভবিষ্যৎ বৃদ্ধিতে বাঁধা প্রদান করে এবং গ্রাম-শহর যোগাযোগ সৃষ্টিতে ভূমিকা পালন করে। প্রখ্যাত ব্রিটিশ নগর পরিকল্পনাবিদ Ebenzer Howard তাঁর বাগিচা শহর [Garden City] পরিকল্পনায় সর্বপ্রথম সবুজ বলয়ের ধারণা তুলে ধরেন। পরবর্তীতে নগর পরিকল্পনায় সবুজ বলয় ধারণাটির প্রয়োগ বৃদ্ধি পায়। বর্তমানে নগরকে আকর্ষণীয় করতে এবং নগরের ব্যাপক বিস্তার রোধে এ ধারণাটি নগর পরিকল্পনায় একটি কার্যকরী উপায় হিসেবে স্বীকৃতি লাভ করেছে। [মো: শাহীন আলম]
সবুজ বলয় কি?
Follow Us on Our YouTube channel: GEONATCUL