সাংস্কৃতিক উৎসস্থল, ব্যাপন ও সাংস্কৃতিক জগৎ

সাংস্কৃতিক উৎসস্থল [Cultural Hearth] বলতে সাধারণত যে কোন সাংস্কৃতিক জগৎ গড়ে উঠার মূল কেন্দ্রকে বুঝায়। একটি সাংস্কৃতিক উৎসস্থল বা কালচারাল হার্থ হল একটি “হার্টল্যান্ড” (heartland), একটি উৎস এলাকা, উদ্ভাবন কেন্দ্র, একটি প্রধান সংস্কৃতি উৎপত্তির স্থান। অর্থাৎ একটি নির্দিষ্ট ভৌগোলিক স্থানে কোন একটি মানব গোষ্ঠী তাদের কর্মকাণ্ডের মাধ্যমে বিশেষ ধরনের সংস্কৃতি এবং সাংস্কৃতিক ভূ-দৃশ্য (cultural landscape) গড়ে তোলে। ভৌগোলিক স্থানের যে বিন্দু বা কেন্দ্র থেকে সর্বপ্রথম সংস্কৃতি এবং সাংস্কৃতিক ভূ-দৃশ্য গড়ে তোলা হয় বা উৎপত্তি হয়, সে বিন্দু বা কেন্দ্রটিকে সাংস্কৃতিক উৎসস্থল বলে।

আমেরিকান ভূগোলবিদ Carl O. Sauer সাংস্কৃতিক ভূ-দৃশ্যের উৎপত্তির স্থানকে সাংস্কৃতিক উৎসস্থল (cultural hearth) বলে আখ্যায়িত করেন। তাঁর মত অনুসারে, সাংস্কৃতিক উৎসস্থল হল এক একটি বিশেষ বৈশিষ্ট্য সম্পন্ন সাংস্কৃতিক জগৎ গড়ে উঠার প্রাণ কেন্দ্র। উদাহরণস্বরূপ – পৃথিবীর সবচেয়ে প্রাচীন সাংস্কৃতিক উৎসস্থল হিসেবে মেসোআমেরিকা (mesoamerica), আন্দিজ আমেরিকা (andean america), মেসোপটেমিয়া (mesopotamia), সিন্দু নদী উপত্যকা (indus river valley), গঙ্গা নদী উপত্যকা (ganges river valley), পশ্চিম আফ্রিকা (west africa), নীলনদ উপত্যকা (nile river valley), হুয়াং নদী উপত্যকা (huang river valley), প্রভৃতির নাম উল্লেখ করা যায়। মূলতঃ সবচেয়ে প্রাচীন সভ্যতাঅবস্থানগুলো হল পৃথিবীর সবচেয়ে প্রাচীন সাংস্কৃতিক উৎসস্থল। 

সাংস্কৃতিক উৎসস্থল, ব্যাপন ও সাংস্কৃতিক জগৎ

সাংস্কৃতিক অঞ্চল কাকে বলে?


সহায়িকা:
১. বাকী, আবদুল, ২০১৩, ভুবনকোষ, সুজনেষু প্রকাশনী, ঢাকা।
২. Culture A body of beliefs, material traits, and social forms that together constitute the distinct tradition of a group


Follow Us on Our YouTube channel: GEONATCUL


One Comment

Leave a Reply