সুমেরু বৃত্ত | Arctic Circle

a map of the arctic circle, সুমেরু বৃত্তের মান কত, সুমেরু বৃত্তের অক্ষাংশ কত, সুমেরু বৃত্ত কাকে বলে, সুমেরু বৃত্ত রেখার মান কত, সুমেরু বৃত্তের মান, সুমেরু বৃত্তের অক্ষাংশ, সুমেরু বৃত্ত in english, সুমেরু বৃত্তের, সুমেরু বৃত্তে, সুমেরু বৃত্ত, সুমেরু মহাসাগর, সুমেরু, সুমেরু কাকে বলে, সুমেরু অভিযান কেমন ছিল, সুমেরু পর্বত, সুমেরু বিন্দুর মান কত, arctic circle, arctic circle map, arctic circle latitude, arctic circle series, arctic circle alaska, arctic circle near me, arctic circle definition, arctic, arctic circle, arctic ocean,

সুমেরু বৃত্ত [Arctic Circle] হলো পৃথিবীর মানচিত্রে প্রদর্শিত প্রধান পাঁচটি কাল্পনিক বৃত্তের একটি। এ বৃত্তটির অবস্থান পৃথিবীর উত্তর গোলার্ধে এবং সর্ব উত্তরে। আর্কটিক সাগর এবং গ্রীনল্যান্ড, কানাডা ও রাশিয়ার উত্তরের বিশাল এলাকার বরফ আবৃত কুমেরু বৃত্তের অভ্যন্তরে স্থায়ী জনবসতি নেই বললেই চলে। গবেষকগণ বলেন যে, সুমেরু বৃত্তের অবস্থান সুনির্দিষ্ট নয়; আরও জানা যায়, এ মেরু বৃত্তটি নিরক্ষরেখার উত্তরে মেরুর দিকে ৬৬°৩৩′৪৭.২ সরে গিয়েছে।

উত্তরায়নের ফলে ২১ জুন সূর্য উত্তর মেরুর দিকে সবচেয়ে বেশি সরে গিয়ে কিরণ দেয়। ঐ সময় সূর্য কর্কটক্রান্তিতে লম্বভাবে কিরণ দেয়। তখন উত্তর অক্ষাংশের সাড়ে ৬৬ ডিগ্রির পর উত্তর মেরুর সব স্থানে ২৪ ঘণ্টা দিনের আলো থাকে। এ উত্তর অক্ষাংশের সাড়ে ৬৬ ডিগ্রির কাল্পনিক রেখাকে সুমেরু বৃত্ত বলা হয়। আর কাল্পনিক এ রেখা থেকেই সুমেরু সীমানা শুরু হয়। [মো: শাহীন আলম]


সুমেরু বৃত্ত কাকে বলে?


Image Source: wikipedia.org


 

Leave a Reply