সুমেরু সমুদ্র | Arctic Ocean
September 30, 2024
সুমেরু সমুদ্র [Arctic Ocean] বলতে উত্তর গোলার্ধের সুমেরু অঞ্চল জুড়ে থাকা বিশাল জলরাশিকে বুঝায়। সুমেরু সমুদ্রের অপর নাম আর্কটিক সাগর বা আর্কটিক মহাসাগর। শীতল মেরু অঞ্চলের এ জলরাশি খুবই শীতল প্রকৃতির হয়ে থাকে। শীতল প্রকৃতির কারণে এখানকার সমুদ্রের জলে বড় বড় বরফখণ্ড ভেসে বেড়াতে দেখা যায়। এ সমুদ্রের চারদিক জুড়ে রয়েছে গ্রীনল্যাণ্ড, কানাডা, ইউরোপ ও রাশিয়ার মত বিশাল মহাদেশীয় ভূভাগ। আর এ কারণেই নাকি সুমেরু সমুদ্রের বা সুমেরু মহাসাগরের গভীরতা খুবই কম। [মো: শাহীন আলম]
সুমেরু মহাসাগর কি?
Image Source: wikipedia.org