সুলতান, সুলতানা, সুলতানী ও সালতানাত – এর প্রকৃত অর্থ কি?

‘সুলতান’, ‘সুলতানা’, ‘সুলতানী’ শাসন ও ‘সালতানাত’ এই শব্দগুলোর সাথে আমরা সবাই কমবেশি পরিচিত। তবে আমরা সবাই কি, এসব শব্দের উৎপত্তি ও অর্থ সম্পর্কে জানি? হয়তো সবাই জানি না। এখানে, আমি আপনাদের কাছে সুলতান শব্দের সাথে জড়িত বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করবো।

সুলতান সুলেমান,
সুলতান সুলেমান পর্ব ১,
সুলতান মুভি,
সুলতান সুলেমান পর্ব ১০৯,
সুলতান,
সুলতানা সুন্দরী জারি,
সুলতান সুলেমান পর্ব ২১৯,
সুলতান সুলেমান বাংলা ডাবিং,
সুলতান সুলেমান পর্ব ১৮০,
সুলতান ছবি,
সুলতান সুলেমান পর্ব ৫৩,
সুলতান সুলেমান কোসেম পর্ব ১,
সুলতানা বিবিয়ানা,
সুলতান নাটক,

সুলতান সুলেমান,
সুলতানা নামের অর্থ কি,
সুলতান মাহমুদ,
সুলতান ডাইন,
সুলতান মেহমেদ,
সুলতান মাহমুদ কে ছিলেন,
সুলতান আব্দুল হামিদ,
সুলতানার স্বপ্ন,
সুলতান আলাউদ্দিন কায়কোবাদ,
সুলতানি আমলে বাংলার রাজধানী, Crown,

‘সুলতান’ হলো শাসন সম্পর্কিত একটি পদবি। এটি মূলত একটি আরবি শব্দ; যার অর্থ ‘শক্তি’, ‘কর্তৃত্ব’, ‘শাসকত্ব’। আর ‘সুলতাহ’ শব্দ থেকে এই শব্দের উৎপত্তি; যার অর্থ ‘কর্তৃত্ব’ বা ‘ক্ষমতা’।

পরবর্তীতে সুলতান শব্দটি বিভিন্ন শাসকের উপাধি হিসেবে ব্যবহৃত হয়। এই সকল শাসক খিলাফত কর্তৃক সরাসরি নিয়ন্ত্রিত না হয়ে সার্বভৌম ও স্বাধীনভাবে বিভিন্ন অঞ্চলে তাদের শাসন কাজ পরিচালনা করতেন। আর সুলতান কর্তৃক শাসিত অঞ্চলকে সালতানাত বলা হয়।

মূলত মুসলিম সম্রাট, বাদশাহ, অধিপতি ও মহারাজাদের বুঝাতেই সুলতান শব্দটি ব্যবহার করা হয়। সুলতান কর্তৃক পরিচালিত শাসন ব্যবস্থাকে সুলতানী শাসন বলা হয়। আর ‘সুলতান’ শব্দের নারীবাচক শব্দ হলো ‘সুলতানা’[মো: শাহীন আলম]


সহায়িকা: সুলতান, Wikipedia



Leave a Reply