সুশাসন না আসা পর্যন্ত আন্দোলন চলবে

“সুশাসন (good governance) না আসা পর্যন্ত আন্দোলন চলবে” – বাংলাদেশে বর্তমান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম দাবি।

অনিয়ম ও বৈষম্যের বিরুদ্ধে জুলাই ও আগস্ট ২০২৪ মাসে এতো বড় রক্তক্ষয়ী আন্দোলন ও সংগ্রামের পরেও সমাজের কিছু লোকের চরিত্র একটুও পাল্টায়নি মনে হয়। যারা কিনা এতো অনিয়ম করে অভ্যস্ত যে, তাদের কাছে এখনও অনিয়মটাই নিয়ম মনে হয়।

আমি বলি, আমাকে নিয়মের মধ্যে থাকতে দিন, তারা বলে আপনি চাইলেই কিন্তু পারেন। তার মানেটা কি? আমাকে দিয়ে অনিয়মটাই করাতে চান! এই হলো সমাজের কিছু লোকের কু-স্বভাব।

আবার দেখুন, অনিয়ম করতে অস্বীকার করলেই আপনার লেবেল নিয়েও প্রশ্ন করতে কম যান না। নিয়মের মধ্যে কাজ করতে বা কথা বলতে যদি উঁচু লেবেল দরকার হয়, তাহলে তো মাঠ পর্যায় (সড়ক) থেকে শুরু করে সকল দপ্তরে বা সকল পর্যায়ে উচ্চ পদস্থ (যেমন: মহাপরিচালক বা সচিব বা আইজিপি পদ মর্যাদার) কর্মকর্তা বসাতে হবে।

অনিয়ম করে কোনো সেবা বা সুবিধা না দিলেই আপনি বেয়াদব বা অসভ্য। আরে বেয়াদব ও অসভ্য তো সে, যে আদবকায়দা ও নিয়মকানুন মানে না এবং অন্যায় করে। জেনে, শুনে ও বুঝে অনিয়ম ও অন্যায় করলে দেশে সুশাসনটা কিভাবে নিশ্চিত হবে? – বলুন তো।

আসুন আমরা নিজেরা – বদলে যাই এবং বদলে দেই। আগে আমি নিজে নিয়ম মানার চেষ্টা করি এবং একই সাথে অন্যকে নিয়ম মানতে উৎসাহিত করি। পিছনের বা পার্শ্ব দরজা দিয়ে সেবা বা সুবিধা নেয়া বাদ দিয়ে লাইনে দাঁড়াতে শিখি। তাহলে হয়তো সুশাসন আপনা আপনি প্রতিষ্ঠিত হয়ে যাবে। [মো: শাহীন আলম]


সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে সবচেয়ে বেশি ভূমিকা পালন করতে পারে কে ?


Follow Us on Our YouTube channel: GEONATCUL


Leave a Reply