সূর্য | Surya
September 25, 2024
সূর্য হলেন আলোক, দিবস ও প্রজ্ঞার দেবতা। সনাতন ধর্মের প্রধান পাঁচ দেবতার মধ্যে একজন। তাঁর অন্যান্য নাম হলো আদিত্য, ভাস্কর, দিবাকর, ও সূর্যনারায়ণ। এক সময় বহু উপাসক থাকলেও সম্প্রতি তাঁর পূজা অপ্রচলিত হয়ে পড়েছে। বিভিন্ন সময়ে তাঁর বিভিন্ন রূপ প্রচলিত ছিল। সাধারণত সাতটি ঘোড়া বাহিত রথের উপরে দণ্ডায়মান অবস্থায় এ প্রতিমার উভয় হাতে প্রস্ফুটিত পদ্মফুল ধরা, মাথায় লম্বা মুকুট, কানে দুল, কণ্ঠদেশে মণিহারসহ অন্যান্য অলংকার, এবং পদযুগল উঁচু পাদুকা দ্বারা আবৃত থাকে। প্রাচীন সূর্য মূর্তিগুলোকে পোশাক পরিহিত অবস্থায় থাকতে দেখা যায়। [মো: শাহীন আলম]
Image: Surya, Period: Circa 11 – 12th Century CE (?), Mainamati Museum, Department of Archaeology, Cumilla, Bangladesh.
সূর্য মূর্তি
Follow Us on Our YouTube channel: GEONATCUL