সেতু ব্যবস্থার প্রাচীন নিদর্শন: শ্রীরামপুরের প্রাচীন পুল | পটুয়াখালী

পটুয়াখালীর শ্রীরামপুরের প্রাচীন সেতু
পটুয়াখালী জেলাধীন সদর উপজেলার শ্রীরামপুর নামক গ্রামে এ প্রাচীন পুলটি (সেতু) অবস্থিত। ঢাকা-পটুয়াখালী মহাসড়কের শিয়ালী বাজার নামক বাস স্টেশন থেকে আঁকাবাঁকা পথে প্রায় ৬ কি.মি. পূর্ব দিকে শ্রীরামপুর নামক বাজার। এ বাজার থেকে প্রায় ৩৫০ মিটার উত্তর দিকে এগিয়ে গেলে মুন্সির হাট ও কলবাড়ি বাজারগামী সংযোগ রাস্তা। এ সংযোগ রাস্তা সংলগ্ন উত্তর-পূর্ব কোণে প্রাচীন পুলটি অবস্থিত।
মানচিত্র: প্রাচীন পুলের অবস্থান।
ইতিহাস পর্যালোচনা করে জানা যায় যে, প্রাচীন পুলটির বহির্দেয়ালে একটি শিলালিপি পাওয়া যায়। প্রাপ্ত এ শিলালিপিতে এ পুলটির নির্মাণকাল সম্পর্কে একটি তথ্য পাওয়া যায়। শিলালিপিটিতে ১৭৯৮ কথা উল্লেখ ছিল। সূতরাং স্থানীয় জনশ্রুতি ও ইতিহাস পর্যালোচনা করে বলা যায়, আনুমানিক খ্রিস্টীয় ১৮ শতকে এ পুলটি নির্মাণ করা হয়।
প্রাচীন এ পুলটি একটি অর্ধ-বৃত্তাকার খিলানের উপর নির্মাণ করা হয়। পুলটির দৈর্ঘ্য ২২.৩৫ মিটার এবং প্রস্থ ২.৯২ মিটার। চারকোণের ৪টি টারেট(turret) এ পুলটির অন্যতম দৃষ্টিনন্দন বৈশিষ্ট্য। পুলটির দু’দিকে স্বল্প উচ্চতার প্রাচীর(parapet) রয়েছে।
বাংলাদেশের দক্ষিণাঞ্চল তথা বরিশাল বিভাগে এ ধরনের প্রাচীন পুল (সেতু) অদ্বিতীয় বলা যেতে পারে। যাতায়াত ব্যবস্থার প্রাচীন এ নিদর্শনটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একটি সংরক্ষিত পুরাকীর্তি হিসেবে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তালিকাভুক্ত ও তত্ত্বাবধানে রয়েছে। [মো. শাহীন আলম]
Follow Us on Our YouTube channel: GEONATCUL