হরিণমারী শিব মন্দির | ঠাকুরগাঁও
হরিণমারী শিব মন্দির ঠাকুরগাঁও জেলাধীন ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী বালিয়াডাঙ্গী উপজেলার আমজানখোর ইউনিয়নের হরিণমারী নামক গ্রামের হরিণমারী হাটের উপরে অবস্থিত। ঠাকুরগাঁও জেলার শিব মন্দিরটির জিও কো-অর্ডিনেট (অক্ষাংশ ও দ্রাঘিমাংশ) হল 26°08’03.1″ N 88°13’26.1″ E (26.134191, 88.223927)।
হরিণমারী এ মন্দিরটি বাংলা মন্দির স্থাপত্য শিল্পের চারচালা প্রকৃতির (four roof type)। চারচালা এ মন্দিরটি একটি উঁচু প্ল্যাটফর্মের (platform) উপরে নির্মিত হয়েছে। মন্দিরটির চারচালার কার্ণিসটি (cornice) আলতোভাবে বেঁকে রয়েছে। দক্ষিণ দেয়ালে এটির একটি মাত্র প্রবেশপথ রয়েছে। বর্গাকার ভূমি পরিকল্পনার এ মন্দিরের প্রতিটি পাশের পরিমাপ ৪.২৫ মিটার।
মন্দিরটির উচ্চতা প্রায় নয় মিটার। প্রবেশপথবিশিষ্ট সম্মুখ দেয়ালটি পোড়ামাটির অলঙ্ককৃত ফলক দিয়ে সজ্জিত রয়েছে। প্রবেশ পথের দেয়ালে পোড়ামাটির ফলকে (terracotta plaque) লতাপাতার নকশার সাথে বিভিন্ন মূর্তির প্রতিকৃতি ছিল। যার অধিকাংশ অপরিকল্পিত সংস্কারের ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে। এ মন্দিরটি বেশ খানিকটা নিচের দিকে মাটির মধ্যে বসে গেছে। মন্দিরের পূর্বদিকে বড় একটি পুকুর রয়েছে।
হরিণমারী মন্দিরটির নির্মাণকাল সম্পর্কে তেমন কোনো লিখিত প্রমাণ পাওয়া যায় না। এছাড়া এর কোনো শিলালিপি পাওয়া যায়নি। কেউ কেউ এ মন্দিরের বয়স তিন শত থেকে চার শত বছর বলে উল্লেখ করে থাকে। তবে হরিণমারী এ মন্দিরের স্থাপত্যশৈলীর সাথে খ্রিস্টীয় ১৮ শতকে নির্মিত সিরাজগঞ্জ জেলার হাটিকুমরুলে অবস্থিত চারচালাবিশিষ্ট বড় শিব মন্দির, নড়াইলের চাকলানবিশ মন্দিরগুচ্ছের চারচালাবিশিষ্ট শিব মন্দির ও যশোর জেলার ধুলগ্রামে অবস্থিত চারচালাবিশিষ্ট রগুনাথ মন্দিরের মিল খুঁজে পাওয়া যায়। [মো: শাহীন আলম]
ঠাকুরগাঁও হরিণমারী শিব মন্দির
Follow Us on Our YouTube channel: GEONATCUL