হিমরেখা | Snow Line

হিমরেখা [Snow Line] বলতে সাধারণত পৃথিবীর উঁচু ভূভাগের যে নির্দিষ্ট সীমারেখার উপরিভাগের তুষার কিংবা বরফ কখনও গলে না, সে সীমারেখাকে বুঝায়। অর্থাৎ পৃথিবীর বিভিন্ন পার্বত্য অঞ্চলের পর্বত চূড়া জুড়ে প্রচুর তুষার বা বরফ বিরাজ করে। এ তুষার বা বরফসমূহ পর্বতের একটি নির্দিষ্ট উচ্চতার সীমারেখা পর্যন্ত কখনও গলে না। হিমরেখার উচ্চতার সীমা আবার পর্বতের অক্ষাংশগত অবস্থানের উপরে নির্ভর করে। নিম্ন অক্ষাংশীয় (বিশেষ করে নিরক্ষীয়, ক্রান্তীয় ও উপক্রান্তীয়) অঞ্চলের পর্বতসমূহে হিমরেখার উচ্চতার সীমা তুলনামূলক অনেক উঁচুতে থাকে। উচ্চ অক্ষাংশীয় (বিশেষ করে উত্তর ও দক্ষিণ মেরু) অঞ্চলের পর্বতসমূহে হিমরেখার উচ্চতার সীমা তুলনামূলক অনেক নিচুতে থাকে। যেমন –
নিরক্ষীয় অঞ্চলের পর্বতে হিমরেখা প্রায় ৪৫০০ মিটার থেকে ৬০০০ মিটার উঁচুতে অবস্থিত। আবার আল্পস পর্বতে হিমরেখা প্রায় ২২৫০ মিটার থেকে ৩০০০ মিটার উঁচুতে অবস্থিত। স্কেন্ডেনেভিয়াতে হিমরেখা প্রায় ১১২৫ মিটার উঁচুতে অবস্থিত। কেবল উত্তর ও দক্ষিণ মেরু অঞ্চলে হিমরেখা সমুদ্রপৃষ্ঠের সাথে মিশে আছে। [মো: শাহীন আলম]
হিমরেখা কাকে বলে?
Follow Us on Our YouTube channel: GEONATCUL