অতি চালাকের গলায় দড়ি

অতি চালাকের গলায় দড়ি” – এর ইংরেজি হল “Too much cunning over reaches itself” অথবা ”Every fox must pay his skin to the furrier”। এটি আবহমান বাংলার অন্যতম আঞ্চলিক প্রবাদ (proverb)। বাংলাদেশের নোয়াখালী জেলাসহ কতিপয় জেলাতে এ প্রবাদটির উচ্চারণ হল “অতি চালাকের গলায় দড়ি”। আবার সিলেট অঞ্চলে “অতি বুদ্ধির গলাত দড়ি” বলা হয়।

তাৎপর্য:অতি চালাকের গলায় দড়ি” – এর মূল শিক্ষা হল অধিক চালাকিতে বিপদের সম্ভাবনা থাকে। সুবিধাবাদী মানুষজন অধিক চালাকি করে সমাজ ও সংসার জীবনে প্রায় সময় সুযোগ-সুবিধা ভোগ করে সুখী হওয়ার চেষ্টা করে থাকে। তবে এ ধরনের অধিক চালাক মানুষ কোনো না কোনো সময় ধরা পড়েই। কারণ মানুষের অতি বুদ্ধি বা চালাকি বড় ধরনের বিপদের কারণ হয়। [মো: শাহীন আলম]

One Comment

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *