ইগলু | Igloo
January 29, 2021
ইগলু [Igloo] হল উত্তর মেরু (north pole) অঞ্চলে বরফ দিয়ে নির্মিত এক প্রকারের গোল ঘর। উত্তর মেরু অঞ্চলে এস্কিমো (eskimo) নামে এক উপজাতি (tribal) বসবাস করে। আর এ এস্কিমো উপজাতির লোকজন নিজেদের বসবাসের জন্য বরফ ব্যবহার করে গোল ঘর তৈরি করে। বরফের এ গোল ঘরগুলোকে ইগলু বলা হয়ে থাকে। [সংকলিত]
image source: Igloo