কক্ষপথ | Orbit
কক্ষপথ [Orbit] বলতে সাধারণত একটি নিয়মিত এবং পুনরাবৃত্ত পথকে বুঝায়, যে পথে মহাকাশে বিদ্যমান একটি বস্তু অপর বস্তুকে কেন্দ্র করে চারপাশে প্রদক্ষিণ করছে। কক্ষপথে থাকা বস্তুকে সাধারণত গ্রহ কিংবা উপগ্রহ বলে। একটি গ্রহ কিংবা উপগ্রহ সাধারণত প্রাকৃতিক হয়ে থাকে, যেমন: পৃথিবী বা চাঁদ। অনেক গ্রহের চাঁদের মত এক বা একাধিক উপগ্রহ রয়েছে, যেগুলো গ্রহের চারপাশে নির্দিষ্ট কক্ষপথে প্রদক্ষিণ করে। উপগ্রহ (satellite) মানবসৃষ্টও হয়ে থাকে, যেমন: আন্তর্জাতিক মহাকাশ স্টেশন। এ মহাকাশ স্টেশনগুলোও পৃথিবীর চারপাশে নির্দিষ্ট কক্ষপথে প্রদক্ষিণ করছে।

পৃথিবীর কক্ষপথ (Orbit of the Earth): সৌরজগতের প্রতিটি গ্রহ সূর্যকে কেন্দ্র করে নির্দিষ্ট কক্ষপথে প্রদক্ষিণ করছে। সৌরজগতের অন্যতম গ্রহ হিসেবে পৃথিবী তার নিজ অক্ষের চারদিকে আবর্তন করার পাশাপাশি একটি নির্দিষ্ট পথে সূর্যের চারদিকেও প্রদক্ষিণ করছে। সূর্যকে কেন্দ্র করে পৃথিবীর প্রদক্ষিণ করার নির্দিষ্ট পথকে পৃথিবীর কক্ষপথ বলে। পৃথিবীর কক্ষপথটি ডিম্বাকার (oval)। এ ডিম্বাকার কক্ষপথে সূর্যকে প্রদক্ষিণ করতে পৃথিবীর ৩৬৫ দিন বা ১ বছর সময় লাগে। অন্যান্য গ্রহের আকারের তুলনায় পৃথিবী সৌরজগতের পঞ্চম। সূর্য থেকে দূরত্বগত অবস্থানের দিক থেকে পৃথিবী সৌরজগতের তৃতীয়। মেরু অঞ্চলের পৃথিবীর ব্যাস ১২, ৭১২ কিলোমিটার বা ৭,৮১১ মাইল ও পরিধি ৪০,০০৮ কিলোমিটার এবং নিরক্ষীয় অঞ্চলের পৃথিবীর ব্যাস ১২, ৭৫৫ কিলোমিটার বা ৭,৯২৬ মাইল ও পরিধি ৪০,০৭৬ কিলোমিটার বা ২৪,৯০২ মাইল। [মো: শাহীন আলম]
তথ্যসূত্র:
১. বাকী, আবদুল, ভুবনকোষ, সুজনেষী প্রকাশনী: ঢাকা, ২০১৩, পৃষ্ঠা ৫৪।
২. What Is an Orbit?