ক্রান্তীয় ঘূর্ণিঝড় | Tropical Cyclone

ক্রান্তীয় ঘূর্ণিঝড় [Tropical Cyclone] বলতে সাধারণত ক্রান্তীয় অঞ্চলের ৩০উত্তর এবং দক্ষিণ অক্ষাংশে ভারত মহাসাগর, মেক্সিকো উপসাগর এবং প্রশান্ত মহাসাগরের জাপান, ফিলিপাইন ও অস্ট্রেলিয়ার উপকূলবর্তী অংশে সংঘটিত ঘূর্ণিঝড়কে বুঝায়। ক্রান্তীয় ঘূর্ণিঝড়গুলো পৃথিবীর ভয়ঙ্কর ও ক্ষতিকর প্রকৃতির ঘূর্ণিঝড়। ক্রান্তীয় অঞ্চলে সংঘটিত এসব ঘূর্ণিঝড়ের আয়তন মধ্যাক্ষাংশীয় ঘূর্ণিঝড়ের তুলনায় ছোট হয়ে থাকে। ক্রান্তীয় ঘূর্ণিঝড়ের ব্যাস ১৬০ কিলোমিটার থেকে ৬৫০ কিলোমিটার হয়ে থাকে। এ ঘূর্ণিঝড়ের বায়ুর গতিবেগ ঘণ্টায় ১২০ কিলোমিটার থেকে ২৮০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। এসব ঘূর্ণিঝড়ের সাথে ক্রান্তীয় অঞ্চলে প্রায়শই ভয়াবহ জলোচ্ছ্বাস হয়ে থাকে। যার ফলে ব্যাপক পরিমাণে ক্ষয়ক্ষতি হয়। বাংলাদেশে ১২ নভেম্বর ১৯৭০ সালে  সংঘটিত এ ধরনের ক্রান্তীয় ঘূর্ণিঝড়ে ৫ লাখের বেশি লোক মারা যায়। ক্রান্তীয় ঘূর্ণিঝড় বা উষ্ণমণ্ডলীয় ঘূর্ণিঝড় পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন নামে পরিচিত। যেমন- অস্ট্রেলিয়াতে উইলি উইলি, আমেরিকায় হ্যারিকেন, দূরপ্রাচ্যে (জাপান, কোরিয়া প্রভৃতি দেশে) টাইফুন, এবং চীনে ব্যাগুই নামে পরিচিত। [সংকলিত]


 

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *