চাহিদা বলতে কি বুঝ?
সাধারণ অর্থে কোনো কিছু পাওয়ার আকাঙ্ক্ষাকে চাহিদা বলে। তবে অর্থনীতিতে চাহিদা বলতে কেবল আকাঙ্খাকে বোঝায় না, সেই সাথে দ্রব্যটি পাওয়ার ইচ্ছা ও সামর্থ্য থাকতে হবে। এই তিনটির সমন্বয় হলেই তাকে চাহিদা বলা যাবে। যেমন- কোনো একজন ভিক্ষুকের মোটর গাড়ি ক্রয় করার আকাঙ্ক্ষা আছে, তবে তার গাড়ি ক্রয় করার অর্থ নেই। আবার একজন ধনী কৃপণ ব্যক্তির গাড়ি ক্রয় করার আকাঙ্ক্ষা আছে এবং প্রয়োজনীয় অর্থ বা সামর্থ্য আছে, তবে ঐ অর্থ ব্যয় করার ইচ্ছা নেই, তাই এক্ষেত্রে ভিক্ষুকের মোটর গাড়ি ক্রয়ের আকাঙ্ক্ষা কিংবা ধনী ব্যক্তির গাড়ি ক্রয় করার ইচ্ছা অর্থনীতিতে কোনটাই চাহিদা নয়। এটা চাহিদার মধ্যে পরে না। নিচে চাহিদা সম্পর্কে কিছু বিশেষজ্ঞদের সংজ্ঞা উল্লেখ করা হলো:
চাহিদা সম্পর্কে অধ্যাপক বেনহাম বলেন, “কোনো নির্দিষ্ট সময়ে ক্রেতা বিভিন্ন দামে একটি দ্রব্যের যে বিভিন্ন পরিমাণ ক্রয় করতে প্রস্তুত থাকে, তাই হলো ঐ দ্রব্যের চাহিদা।”
অধ্যাপক র্যাগান এবং থমাস-এর মতে, “চাহিদার পরিমাণ হলো যে পরিমাণ দ্রব্য, যা ভোক্তা নির্দিষ্ট দামে ক্রয় করতে ইচ্ছুক।”
অধ্যাপক পেনশন বলেন, “কোনো দ্রব্য পাবার ইচ্ছার পশ্চাতে অর্থ ব্যয় করার সামর্থ্য ও অর্থ ব্যয় করার ইচ্ছা থাকলে তখন তাকে চাহিদা বলে।”
পরিশেষে বলা যায়, কোনো দ্রব্য ক্রয় করার প্রবল আকাঙ্খা, এর সাথে অর্থ-ব্যয় করার সামর্থ্য এবং অর্থ ব্যয় করার ইচ্ছা থাকলেই অর্থনীতিতে চাহিদা বলা হয়। [শারমিন জাহান সায়মা]
সহায়িকা: সাহেব, মো: সাহেব আলী, ২০১৯, ব্যতিক্রম সাজেশন (ব্যবস্থাপনা বিভাগ), পৃষ্ঠা – ৯৬।