তুষার যুগ | Ice Age
November 6, 2021
তুষার যুগ [Ice Age] হল ভূতাত্ত্বিক সময় মাপনীর (geological time scale) বিশেষ সময়পর্ব। এ সময়পর্বে পৃথিবীতে শীতের ব্যাপক তীব্রতাসহ দীর্ঘ শীতকাল বিরাজমান ছিল। যার ফলে ঐ সময়ে পৃথিবীর অধিকাংশ স্থান কঠিন বরফে আবৃত হয়ে যায়। বিভিন্ন সময়ে পৃথিবীতে সংগঠিত এরূপ শীতের ব্যাপক তীব্রতাসহ দীর্ঘ শীতকালকে তুষার যুগ নামে সংজ্ঞায়িত করা হয়। তুষার যুগকে অনেকে হিম যুগ (glacial period) নামেও অভিহিত করেন। তুষার যুগ পৃথিবীর জীব জগতের উপরে ব্যাপক প্রভাব ফেলে ছিল। এ তুষার যুগে জীব জগতে ব্যাপক পরিবর্তন সাধিত হয়েছিল। ভূতাত্ত্বিক সময় মাপনীর তথ্য অনুসারে পৃথিবীতে এ যাবৎ সংগঠিত কমপক্ষে ৪টি তুষার যুগের প্রমাণ পাওয়া যায়। জানা যায় যে, ব্যাপক ভূ-প্রাকৃতিক পরিবর্তনের পরপর এক একটি তুষার যুগের সূত্রপাত হয়েছিল। [সংকলিত]