প্রাগৈতিহাসিক | Prehistoric Age
December 21, 2021
প্রাগৈতিহাসিক যুগ [Prehistoric Age] বলতে সাধারণত মানুষের পাথর আবিষ্কারের সময় থেকে শুরু করে লিপি আবিষ্কারের পূর্ব পর্যন্ত সময়কে বুঝায়। অর্থাৎ আনুমানিক ১০ লক্ষ বছর পূর্বে মানুষ পাথরের হাতিয়ার তৈরি করে এবং ৩৫০০ খ্রিস্টপূর্বাব্দে মানুষ লিখতে শুরু করে। এ দুই সময়ের মধ্যবর্তী কাল মানব ইতিহাসে সাধারণভাবে প্রাগৈতিহাসিক যুগ হিসেবে অভিহিত করা হয়। আর লিপি আবিষ্কারের পর থেকে ঐতিহাসিক যুগের সূচনা হয়েছিল। অর্থাৎ লিখিত ইতিহাসের যাত্রা শুরু হয়। [সংকলিত]
প্রাগৈতিহাসিক যুগ বলতে কি বুঝায়?