সমচাপ রেখা | Isobar
সমচাপ রেখা [Isobar] বলতে সাধারণত কোন নির্দিষ্ট সময়ে পৃথিবীর যে কোন দেশের বা ভৌগোলিক অঞ্চলের সমান বায়ুচাপবিশিষ্ট বিভিন্ন স্থানসমূহ যুক্ত করে আবহাওয়া মানচিত্রে প্রদর্শিত কাল্পনিক রেখাকে বুঝায়। অর্থাৎ পৃথিবীর কোন ভৌগোলিক এলাকার কিংবা অঞ্চলের বিভিন্ন স্থানের গড় বায়ু চাপ কোন নির্দিষ্ট সময়ে সমান কিংবা একই পরিমাণে থাকে, মানচিত্রে সে সব সমান চাপবিশিষ্ট স্থানের উপর দিয়ে কাল্পনিক রেখা টানা হলে সমচাপ রেখা পাওয়া যায়। সমচাপ রেখাকে কেউ কেউ সমপ্রেস বা সমপ্রেষ রেখাও বলে থাকেন।
আমরা জানি যে, বায়ুর ওজন রয়েছে। সুতরাং বায়ুর ওজন থাকা মানে হল বায়ুর চাপও রয়েছে। তবে বছরের বিভিন্ন সময়ে পৃথিবীর বিভিন্ন দেশে বা অঞ্চলে বায়ু চাপের পার্থক্য দেখা যায়। সাধারণত উষ্ণতা ও উচ্চতাগত পার্থক্যের কারণে বায়ুচাপের পরিবর্তন পরিলক্ষিত হয়। পৃথিবী বিভিন্ন স্থানে বায়ুচাপের ভিন্নতার কারণে ভিন্ন ভিন্ন সমচাপ রেখা অঙ্কন করা হয়ে থাকে। সাধরণত পৃথিবীতে বছরের জানুয়ারি এবং জুলাই মাসে বায়ুচাপের সর্বাধিক পার্থক্য পরিলক্ষিত হয়। এ কারণে জানুয়ারি এবং জুলাই মাসের বায়ুচাপের উপরে ভিত্তি করে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে সমচাপ রেখা মানচিত্র অঙ্কন করা হয়। আমরা আরও জানি যে, ভূ-পৃষ্ঠ থেকে প্রতি ১০ মিটার উচ্চতা বৃদ্ধির জন্য বায়ুচাপ ১ মিলিবার হারে হ্রাস পেতে থাকে। তাছাড়া বায়ু সর্বদা শীতল উচ্চচাপ অঞ্চল থেকে উষ্ণ নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয়। অতএব, বিভিন্ন সময়ের সমচাপ রেখা (isobar) মানচিত্র দেখে পৃথিবীর যে কোন দেশে বা ভৌগোলিক অঞ্চলে বছরের কখন এবং কোন দিক থেকে বায়ু প্রবাহিত হবে তা সহজে বুঝা যায়। [সংকলিত]
image: Isobar