সমতাপ রেখা | Isotherm
February 4, 2022
সমতাপ রেখা [Isotherm] বলতে সাধারণত কোন নির্দিষ্ট সময়ে একই তাপমাত্রার এলাকাসমূহ যুক্ত করে মানচিত্রে প্রদর্শিত রেখাকে বুঝায়। সমতাপ রেখাকে সমোষ্ণ-রেখাও বলা হয়। অর্থাৎ সমতাপ রেখা হল একটি মানচিত্রে আঁকা এমন সব রেখা, যে গুলো হল একই তাপমাত্রার যোগ বিন্দু। সমতাপ রেখাসমূহ সাধারণত পৃথিবীর পৃষ্ঠে তাপমাত্রার ধ্রুব স্তর বা ধ্রুব চাপ নির্দেশিত এমন একটি তালিকা, যা তাপমাত্রার বন্টন দেখাতে আবহাওয়াবিদ্যায় ব্যবহৃত হয়। সুতরাং কোন নির্দিষ্ট সময়ে একই তাপমাত্রার এলাকাসমূহ যে সব রেখা দিয়ে যুক্ত করে মানচিত্রে প্রদর্শন করা হয়, সে সব রেখাকে সমতাপ বা সমোষ্ণ রেখা বলে। [সংকলিত]
সহায়িকা: isotherm
image source: January Isotherms, 1915