সাধারণ জ্ঞান : বাংলাদেশের সরকার ব্যবস্থা
১. জাতীয় সংসদের ১ নং আসনটি বাংলাদেশের (Bangladesh) – পঞ্চগড় জেলায় অবস্থিত।
২. বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০ নং আসনটি – বান্দরবন জেলায় অবস্থিত।
৩. বাংলাদেশের সবচেয়ে বেশী সংসদীয় আসন রয়েছে – ঢাকা জেলায়।
৪. অষ্টম জাতীয় সংসদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয় – ২৮ অক্টোবর,২০০১।
৫. প্রথম জাতীয় সংসদের স্থায়িত্ব ছিল – ২ বছর ৭ মাস।
৬. মাত্র একটি সংসদীয় আসন রয়েছে – রাঙ্গামাটি জেলায়।
৭. বাংলাদেশের সরকারের প্রধান নির্বাহী – প্রধানমন্ত্রী।
৮. বাংলাদেশের সরকার পদ্ধতি – এককেন্দ্রিক।
৯. এডভোকেট আবদুল হামিদ বাংলাদেশের – ২০ তম রাষ্ট্রপতি।
১০. বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি – বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান।
১১. বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী – তাজউদ্দিন আহমদ।
১২. বাংলাদেশে প্রথম তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠিত হয় – ডিসেম্বের, ১৯৯০।
১৩. বাংলাদেশের প্রথম তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ছিলেন – বিচারপতি শাহাবুদ্দিন।
১৪. বর্তমান বাংলাদেশের প্রশাসনিক স্তরগুলো হল –
ক) কেন্দ্রীয় প্রশাসন;
খ)স্থানীয় প্রশাসন (বিভাগ,জেলা,উপজেলা) এবং
গ) বিভিন্ন মন্ত্রণালয়।
১৫. বাংলাদেশের সরকারি কর্ম কমিশন – সংস্থাপন (জনপ্রশাসন) মন্ত্রনালয়ের সাথে সংশ্লিষ্ট।
১৬. বাংলাদেশের সিভিল সার্ভিসের (BCS) ক্যাডার – ২৭ টি।
১৭. বাংলাদেশে বিজ্ঞান ও আইটি মন্ত্রনালয় স্থাপন করা হয় – ২০০২ সালে।
১৮. মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয় গঠন করা হয় – ২০০১ সালে।
১৯. ঢাকা পৌরসভা কোন সালে প্রতিষ্ঠিত হয় – ১৮৬৪ সালে।
২০. বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় – ৭ মার্চ, ১৯৭৩।
২১. বাংলাদেশের প্রথম উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হয় – ১৯৮৫ সালে।
২২. বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত হয়েছিল – ৪টি।
২৩. বাংলাদেশের সংবিধান সর্বপ্রথম ১৯৭২ সালে প্রণীত হয়।
২৪. বাংলাদেশের রাষ্ট্রতন্ত্রের তিনটি শাখা রয়েছে। যেমন –
ক) আইন পরিষদ/সংসদ;
খ) প্রশাসন/নির্বাহী বিভাগ এবং
গ) বিচার বিভাগ/বিচার ব্যবস্থা।
২৫. বাংলাদেশের জাতীয় সংসদ – এক কক্ষবিশিষ্ট।
২৬. বাংলাদেশের জাতীয় সংসদের আসন – ৩৫০টি।
এতে জনগণের সরাসরি ভোটে নির্বাচিত – ৩০০ জন সদস্য। মহিলাদের জন্য সংরক্ষিত – ৫০টি।
২৭. স্বাধীন বাংলাদেশের জাতীয় সংসদের প্রথম স্পিকার ছিলেন – মোহাম্মদ উল্লাহ্।
২৮. বাংলাদেশের সংবিধানে মোট – ১১টি ভাগ রয়েছে। [সংকলিত]
Government System of Bangladesh