সৌর কলঙ্ক | Sun Spots
December 28, 2021
সৌর কলঙ্ক [Sun Spots] বলতে সাধারণত সূর্যের পৃষ্ঠে থাকা কালো দাগ বা অন্ধকার অংশকে বুঝায়। এসব অন্ধকার অংশে সূর্যের অন্যান্য অংশের তুলনায় তাপমাত্রা কম থাকে। ফলে এসব অংশ সূর্যের পার্শ্ববর্তী অংশের তুলনায় শীতল। বিজ্ঞানীদের মতে, এ অন্ধকার অংশের মধ্যে ইলেকট্রিক চার্জযুক্ত গ্যাস থাকে এবং এখান থেকে চৌম্বকীয় তরঙ্গের সৃষ্টি হয়। আর সৌর চক্রের মাধ্যমে এ বিষয়সমূহ নির্ধারিত হয়। সৌর বিজ্ঞানীদের কেউ কেউ মনে করেন যে, এ সৌর কলঙ্ক পৃথিবীর জলবায়ুর উপরে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে থাকে। [সংকলিত]
image source: Sunspot