স্থাপত্যিক শব্দকোষ | পর্ব – ২

স্থাপত্যিক শব্দকোষ পর্ব – ২ এ স্থাপত্য বিষয়ক কতিপয় শব্দের বাংলা ও ইংরেজি পরিভাষাসহ সংক্ষেপে এদের পরিচিতি তুলে ধরা হল: 

১. বাওলি [Baoli]: চীনা শব্দ; যার মানে হল অভ্যন্তরভাগে ধাপবিশিষ্ট কূপ।

২. বারবিকান [Barbican]: দুর্গের সাথে যুক্ত একটি ওয়াচ টাওয়ারের বহির্ভাগ।

৩. ব্যারেল-ভল্ট [Barrel-vault]: ছাদের অভ্যন্তরের (ceiling) নলাকার রূপ।

৪. খোঁদাই [Bas-relief]: ফরাসী শব্দ; যার মানে হল নিম্ন অভিক্ষেপের খোঁদাই।

৫. ঢাল [Batter]: বিশেষত দুর্গ প্রাচীরের ঢাল।

৬. ব্যাটলমেন্টস [Battlements]: সংভূত প্রাচীর (indented parapet)।

৭. বে [Bay]: কতিপয় সারিবদ্ধ স্তম্ভের মধ্যের ভাগ।

৮. প্রলম্বিত আলম্ব [Bracket]: প্রসারিত অলঙ্কার বা ভারবাহক।

৯. বেলফ্রি [Belfry]: ঘণ্টা ঘর বা টাওয়ারের উপরের উঁচু কক্ষ, যেখান থেকে ঘণ্টা বাঁজায়।

১০. বাল্বস [Bulbuous]:
প্রায় গোলাকার বাল্বের মত বস্তু বা রূপ।


১১. ঠেস দেয়াল [Buttress]: একটি দেয়ালের বিপরীতে নির্মিত অপর একটি সহায়ক দেয়াল বা অবলম্বন। [সংকলিত]


স্থাপত্যিক শব্দকোষ | পর্ব – ৩


 

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *