নদী মোহনা | River Mouth
February 21, 2021
নদী মোহনা [River Mouth] বলতে সাধারণত নদী ও সমুদ্রের মিলনস্থলকে বুঝায়। অর্থাৎ নদীর গতিপথের শেষ সীমাটিই হল নদী মোহনা। সমুদ্র কিংবা হ্রদের যে স্থানে নদী মিলিত হয়, সে স্থানটিতে সাধারণত চোঙ্গাকার (funnel) মোহনার সৃষ্টি হয়। আর নদী মোহনায় খুবই প্রবল জোয়ার ও ভাটা পরিলক্ষিত হয়। পলি সঞ্চিত হয়ে ছোট বড় বহু-সংখ্যক দ্বীপ নদী মোহনায় জেগে উঠতে দেখা যায়। উদাহরণস্বরূপ – মেঘনা নদীর মোহনার কথা বলা যায়। মেঘনা নদীটি বাংলাদেশের দক্ষিণে বঙ্গোপসাগরের সাথে মিলিত হয়ে একটি নদী মোহনার সৃষ্টি করেছে। এ নদী মোহনায় ভোলা, মনপুরা, চর কুকরী মুকরী প্রভৃতি বিভিন্ন নামে বহু দ্বীপ জেগে উঠেছে। [সংকলিত]