The Noun & Classification of Noun

Noun শব্দটির অর্থ হল নাম। যে কোন নামবাচক  শব্দ বা পদকে Noun (বিশেষ্য) বলে। আবার বলা যায়,  Noun is a naming word.

Classification of Noun: Noun কে ৫ ভাগে ভাগ করা যায়। যেমন-

1. Proper Noun
2. Common Noun
3. Collective Noun
4. Material Noun and
5. Abstract Noun. নিচে উদাহরণসহ এদের সংজ্ঞা প্রদান করা হল:

1. Proper Noun: যে সব শব্দ (word) বা পদ দিয়ে ব্যক্তি (person) বা স্থানের (place) নাম বুঝায়, সে সব শব্দ বা পদকে Proper Noun বলে। যেমন- Rahim, Jamal, Dhaka, Kabul, Bangladesh ইত্যাদি।

2. Common Noun: যে সব শব্দ (word) বা পদ দিয়ে শ্রেণীবাচক বা জাতিবাচক সাধারণ নাম বুঝায়, সে সব শব্দ বা পদকে Common Noun বলে। যেমন- Boy, Girl, King, City ইত্যাদি।3. Collective Noun: যে সব শব্দ (word) বা পদ দিয়ে সমজাতীয় কিছু ব্যক্তি বা বিষয়ের সমষ্টিকে একটি নামে বুঝায়, সে সব শব্দ বা পদকে Collective Noun বলে। যেমন- Team, Class, Jury, Committee, Group ইত্যাদি।

4. Material Noun: যে সব শব্দ (word) বা পদ দিয়ে গণনা করা যায় না এমন পদার্থের নাম বুঝায়, সে সব শব্দ বা পদকে Material Noun বলে। যেমন- Water, Wood, Gold, Air, Milk ইত্যাদি।

5. Abstract Noun: যে সব শব্দ (word) বা পদ দিয়ে বস্তুনিরপেক্ষ অবস্থা, কাজ বা গুণের নাম বুঝায়, সে সব শব্দ বা পদকে Abstract Noun বলে। যেমন- Youth, Movement, Honesty ইত্যাদি।


ইংরেজি ভাষায় বিশেষ্য এবং বিশেষ্যের শ্রেণিবিন্যাস


 

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *