মহারাজার দিঘী | পঞ্চগড়

মহারাজার দিঘী

অবস্থান | Location

মহারাজার দিঘী পঞ্চগড় জেলাধীন সদর উপজেলার অমরখানা ইউনিয়নের ভিতরগড় নামক প্রাচীন দুর্গনগরীর অভ্যন্তরে অবস্থিত। পঞ্চগড় জেলার  মহারাজার দিঘীটির জিও কো-অর্ডিনেট (অক্ষাংশ ও দ্রাঘিমাংশ) হল 26°27’10.4″ N 88°36’56.6″ E [26.452880, 88.615730]

বিবরণ | Description

মহাজারার দিঘীটি প্রায় ৫৩ একর ভূমি নিয়ে আয়তাকার পরিকল্পনায় খনন করা হয়েছে। পাড়সহ দিঘীটির দৈর্ঘ্য প্রায় ৬০০ মিটার এবং প্রস্থ প্রায় ৪০০ মিটার। দিঘীটির উঁচু পাড়গুলো প্রায় ৪০ মিটার চওড়া। দিঘীটিতে সর্বমোট ১০টি ইট দিয়ে বাঁধান ঘাট রয়েছে। পূর্ব ও পশ্চিম পাড়ে ৩টি করে এবং উত্তর ও দক্ষিণ পাড়ে ২টি করে ঘাট রয়েছে।

ঐতিহাসিক প্রেক্ষাপট | Historical Background

মহারাজার দিঘী নিয়ে জনশ্রুতি রয়েছে যে, কথিত পৃথু রাজা স্থানীয় ‘কীচক’ নামক এক নিম্নবর্ণের জনগোষ্ঠী কর্তৃক আক্রমণের শিকার হন। তখন  কীচকদের সংস্পর্শে ধর্ম নাশের ভয়ে পৃথু রাজা পরিবার-পরিজন ও ধনরত্নসহ এ দিঘীটিতে আত্মহত্যা করেন। তাঁর রক্ষীবাহিনীও তাঁকে অনুসরণ করে এ দিঘীতেই আত্নহত্যা করে। আর এভাবেই পৃথু রাজার রাজত্বের অবসান হয়। ইতিহাসে পৃথু রাজা কিংবা তার রাজ্য ভিতরগড় সম্পর্কে তেমন লিখিত কোন কিছু উল্লেখ পাওয়া যায় না। আরও জনশ্রুতি রয়েছে যে, পৃথু রাজার রাজধানী ছিল ভিতরগড়। স্থানীয় অধিবাসীদের কাছে তিনি মহারাজা হিসেবে পরিচিত ছিলেন।

লেখক: মো: শাহীন আলম

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *